ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

তারকাদের নিয়ে ক্রিকেট উৎসব

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, জুন ৫, ২০১৫
তারকাদের নিয়ে ক্রিকেট উৎসব

তারকাদের নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্রিকেট উৎসব। সিক্স-এ-সাইড টুর্নামেন্টের এই আয়োজনে খেলবেন মূলত তারকারাই।

উৎসবে দল থাকবে ছয়টি। এর মধ্যে একটি দল জিতবে শিরোপা।

জানা গেছে, প্রতি দলে থাকবেন দশ জন করে খেলোয়াড়। তাদের মধ্যে মাঠে নামতে পারবেন ছয়জন। এর মধ্যে থাকবেন একজন বর্তমান কিংবা প্রাক্তন ক্রিকেটার, একজন নারী তারকা আর চারজন পুরুষ তারকা। অবশ্য দশ জনের দলে নারী তারকা থাকবেন দু’জন।

৬ জুন বিকেল সাড়ে ৩টায় রাজধানীর কারওয়ানবাজারের একটি অভিজাত রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে দলগুলোর পরিচিতি জানানো হবে। তবে জানা গেছে, তারকাদের মধ্যে থাকছেন মৌসুমী হামিদ, তৌসিফ মাহবুব, সিয়াম, আরিক আনাম খান ও অনেকে।

নাম ‘ব্রেভার সেলিব্রেটি ক্রিকেট ফেস্টিভ্যাল’ নামের এ আয়োজনে পৃষ্ঠপোষকতা দিচ্ছে মুঠোফোন প্রতিষ্ঠান বাংলালিংক এবং প্রাণ আরএফএল।

বাংলাদেশ সময় : ১৯৪৪ ঘণ্টা, জুন ৫, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।