ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

সালমান-কঙ্গনা একসঙ্গে!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৭ ঘণ্টা, জুন ৬, ২০১৫
সালমান-কঙ্গনা একসঙ্গে! সালমান খান ও কঙ্গনা রানৌত

বলিউড অভিনেতা সালমান খানের সঙ্গে এই প্রথম জুটিবদ্ধ হতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানৌতের সঙ্গে। ‘সুলতান’ ছবিতে একসঙ্গে দেখা যাবে তাদেরকে।

যদিও ‘সুলতান’ ছবিতে প্রথমে অভিনয় করার কথা ছিলো বলিউডের আরেক অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের। কিন্তু ‘পিকু’ ছবির সাফল্যের পর তিনি তা মানা করে দেন।

 

এর আগে কোনও খানের সঙ্গে অভিনয় করেননি জাতীয় পুরস্কার প্রাপ্ত এই অভিনেত্রী। আর এই সুযোগটি করে দিলেন ‘যশ রাজ ফিল্মস’। অন্যদিকে ‘যশ রাজ ফিল্মস’ এর সঙ্গে এটাই কঙ্গনার প্রথম কাজ।  

 

কঙ্গনা এখন আনন্দের জোয়ারে ভাসছেন কেননা তার নতুন ছবি ‘তনু ওয়েডস মনু রিটার্স’ বক্স অফিসে ১০০ কোটির সাফল্য অর্জন করেছে। আর হয়তো এ কারণেই ‘যশ রাজ ফিল্মস’ দেরি না করে কঙ্গনার সঙ্গে সালমানের জুটিটা বেঁধেই দিলেন।  

 

বাংলাদেশ সময়: ১২৫৪ ঘন্টা, জুন ৬, ২০১৫

বিএসকে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।