ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

‘প্রাণের খেলা’য় রবীন্দ্রনাথের গান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, জুন ৬, ২০১৫
‘প্রাণের খেলা’য় রবীন্দ্রনাথের গান মহিউজ্জামান চৌধুরী ও শামা রহমান

বাংলা সংগীত কলার আর্দশ হলো রবীন্দ্র সংগীত। কবি গুরুর গানগুলোর মর্মগ্রাহী সুর ও বাণীর আবেদন শ্রোতার হৃদয় আকাশে প্রেরণা সঞ্চার এবং জীবন বোধজাগ্রত করে।

 

বেঙ্গল ফাউন্ডেশনের আয়োজনে ধানমণ্ডিস্থ বেঙ্গল শিল্পালয়ে ‘প্রাণের খেলা’ শীর্ষক অনুষ্ঠানে এবার থাকছে রবীন্দ্রনাথ ঠাকুরের গান। আগামী  ৯ জুন সন্ধ্যা ৭টায় এই আয়োজনে রবীন্দ্র সংগীত পরিবেশন করবেন মহিউজ্জামান চৌধুরী ও শামা রহমান। প্রাণের খেলা অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত।

 

দুই পর্বের ‘প্রাণের খেলা’ ধারাবাহিক অনুষ্ঠানের প্রথমটি ছিলো নজরুলের গানের পরিবেশনা। গত ২৮ মে অনুষ্ঠিত ওই আয়োজনের শিল্পী ছিলেন শারমিন সাথী ইসলাম ও ইয়াকুব আলী খান।

 

বাংলাদেশ সময় : ১৩০৭ ঘণ্টা, জুন ৬, ২০১৫

জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।