ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

শত পর্বে সাতটি তারার তিমির

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৪ ঘণ্টা, জুন ৬, ২০১৫
শত পর্বে সাতটি তারার তিমির ‘ডলস হাউস টু : সাতটি তারার তিমির’ ধারাবাহিক নাটকের দৃশ্য

আফসানা মিমির প্রতিদিনের ধারাবাহিক নাটক ‘ডলস হাউস টু : সাতটি তারার তিমির’ শততম পর্বে পা রাখতে যাচ্ছে। বন্ধুত্বের প্লাটফর্মে তৈরি এ গল্পের ব্যাপ্তি বন্ধুত্বের টানাপোড়েনকে ছাপিয়েও এগিয়ে চলেছে জীবনের নানামুখী আনন্দ-বেদনা ও বন্ধুতার উপসর্গকে ঘিরে।

নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মৌটুসী বিশ্বাস, সানজিদা প্রীতি, শর্মিমালা, জয়িতা মহলানবীশ, মৌসুমি হামিদ, মুমতাহিনা টয়া, সাদিকা স্বর্ণা, সুবর্ণামুস্তাফা, খায়রুল আলম সবুজ, দিলারা জামান, ইন্তেখাব দিনার, ওয়াহিদা মল্লিক জলি, মনির খান শিমুল, জাহাঙ্গীর আলমসহ আরো অনেকে।

১০০ তম পর্বের গল্পে থাকছে, খোকন (জাহাঙ্গীর), ইমতিয়াজ (মনির খান শিমুল)এর হোটেল যায়। ইমতিয়াজের বিশ্বাস অর্জন করতে চেষ্টা করে। ইমতিয়াজও খোকনকে ব্যবহার করে মৃত্তিকার খবরাখবর নিতে চায়। এতে কাজ হয়। ইমতিয়াজ সার্বক্ষণিক যোগাযোগের জন্য খোকনকে ফোন কিনে দেয়। খোকন খুশি হয়। অন্যদিকে মৃত্তিকা (মৌসুমি হামিদ) যায় নন্দিনীদের (মুমতাহিনা টয়া) বাড়ি। সবাই বুঝতে পারে মৃত্তিকার মন খারাপ। প্রথমে কেউ কোন কথা বলে না। পরে রাতের খাবার সময় আবেদ (কাওসার চৌধুরী) ও উর্মি (ওয়াহিদা মল্লিক জলি) মৃত্তিকার মন ভালো করে দেয়। এরপর ঘটে নানা ঘটনা।

প্রতি সপ্তাহের শনি, রবি, সোম ও মঙ্গলবার রাত ১০ টা ৫৫ মিনিটে এটিএন বাংলায় নিয়মিত সম্প্রচারিত হচ্ছে এই নাটকটি। তারই ধারাবাহিকতায় আগামী ৭ জুন সম্প্রচারিত হবে এর শততম পর্বটি।

‘ডলস হাউস টু : সাতটি তারার তিমির’ নাটকটি নির্মাণ করছে নির্মাণ প্রতিষ্ঠান গ্রিনস্ক্রিন।

বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, জুন ০৬, ২০১৫
এমকে/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।