ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

আমিরের বিরুদ্ধে আইনি নোটিশ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, জুন ৬, ২০১৫
আমিরের বিরুদ্ধে আইনি নোটিশ আমির খান

২০০৯ সালের একটি নিষেধাজ্ঞা আইন অনুযায়ী কেন্দ্রের সাহায্য ছাড়া কেউ জাতীয় প্রতীক ব্যবহার করতে পারে না। কিন্তু কেন্দ্রীয় সরকারের অনুমতি ছাড়াই একটি টিভি শো এ দেশের জাতীয় প্রতীক ব্যবহার করছেন বলিউড অভিনেতা আমির খান।

 

 

আর সে কারণেই আমিরের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশটি পাঠিয়েছেন মনোরঞ্জন রায় নামে এক সমাজ কর্মী। ওই ব্যক্তির দাবি, ‘সত্যমেব জয়তে’ কেন্দ্রীয় সরকারের অনুমতি ছাড়াই দেশের প্রতীক ব্যবহার করেছেন।

 

জানা যায়, মনোরঞ্জন রায় এর তরফ থেকে আইনজীবী মনোজ সিংহ দ্বারা এই আইনি নোটিশ শো এর প্রযোজক আমির খান ও তার স্ত্রী কিরন রাও এবং শো এর পরিচালক সত্যজিত ভাটকল এর কাছে পাঠানো হয়েছে।  

 

‘সত্যমেব জয়তে’ প্রতীকটি ব্যবহারের ক্ষেত্রে সরকারের অনুমতির একটি লিখিত প্রমানপত্র দাখিল করতেও বলা হয়েছে ৫০ বছর বয়সী এই অভিনেতাকে। তা না হলে এ ব্যপারে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন মনোরঞ্জন।

 

তবে এ ব্যাপারে এখনও আমির খান, কিরন রাও ও শো এর ম্যনেজারের কাছ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘন্টা, জুন ৬, ২০১৫

বিএসকে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।