ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

শিলাইদহ কুঠিবাড়িতে ‘আমি ও রবীন্দ্রনাথ’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৫ ঘণ্টা, জুন ৭, ২০১৫
শিলাইদহ কুঠিবাড়িতে ‘আমি ও রবীন্দ্রনাথ’

প্রাঙ্গণেমোর নাট্যদল শুরু থেকেই রবীন্দ্র নাট্যচর্চা করে আসছে। ইতিমধ্যে প্রাঙ্গণেমোর রবীন্দ্রনাথ থেকে ৪টি নাটক মঞ্চে এনেছে।

তাদের নতুন নাটকের নাম রাখা হয়েছে ‘আমি ও রবীন্দ্রনাথ’। এটি লিখেছেন ও নির্দেশনা দিচ্ছেন নূনা আফরোজ। চলতি বছরেই নাটকটি মঞ্চে আসবে বলে জানা গেছে।

জানা গেছে, কুষ্টিয়ার শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়িতে নতুন নাটকের প্রথম পাঠ মহড়া হবে। আগামী ১২ জুন সেখানে ‘প্রাঙ্গণেমোর প্রাণের মেলা’র আয়োজন করেছে ঢাকার নাট্যদলটি। পাঠ মহড়ার পাশাপাশি  এখানে আরও থাকবে রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত কুঠিবাড়ি ভ্রমণ, গান-বাজনা।

এ উপলক্ষে আগামী ১১ জুন ৪৫ সদস্যের দল নিয়ে কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়ি যাচ্ছে প্রাঙ্গণেমোর। প্রাণের মেলা উদযাপন করে তারা ঢাকায় ফিরবেন ১৩ জুন।

এদিকে প্রাঙ্গণেমোর বছরের শেষের দিকে আরও দুটি নতুন নাটক মঞ্চে আনবে। এগুলো পৃথকভাবে নির্দেশনা দেবেন তরুণ নির্দেশক শিশির রহমান ও আউয়াল রেজা।

বাংলাদেশ সময় : ০৯৩৫ ঘণ্টা, জুন ৭, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।