ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

প্রেমিক জয়, বাবাও জয়!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৯ ঘণ্টা, জুন ৭, ২০১৫
প্রেমিক জয়, বাবাও জয়! (বাঁ থেকে) স্বাগতা, জয় ও প্রভা

একদিকে প্রেমিক এবং অন্যদিকে বাবা, শাহরিয়ার নাজিম জয়কে এক নাটকেই এ দুই রূপে পাওয়া যাবে। নাম ‘প্রিয় বাবা’।

নামেই বোঝা যাচ্ছে, আসন্ন বাবা দিবসের জন্য তৈরি হয়েছে এটি। অভিনয়ের পাশাপাশি নাটকটি পরিচালনাও করেছেন তিনি। তার সহশিল্পী হিসেবে আছেন স্বাগতা ও প্রভা।

এরই মধ্যে রাজধানীর মোহাম্মদপুর ও আশুলিয়ার বিভিন্ন জায়গায় এর দৃশ্যধারণ হয়েছে। নাটকটি নিয়ে স্বাগতা বলেন, ‘এ নাটকে আমাকে জয় ভাইয়ের প্রেমিকার চরিত্রে দেখা যাবে। আবার তিনি বাবার ভূমিকায়ও থাকছেন। ’

এদিকে সম্প্রতি শাহরিয়ার নাজিম জয় পরিচালিত ও ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘প্রার্থনা’ সেন্সর ছাড়পত্র পেয়েছে। এতে অভিনয় করেছেন জয়, মৌসুমী নাগ ও কল্যাণ কোরাইয়া।

বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, জুন ৭, ২০১৫
এমকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।