ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

হৃতিক-দীপিকার রোমান্স

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, জুন ৭, ২০১৫
হৃতিক-দীপিকার রোমান্স হৃতিক রোশন ও দীপিকা পাড়ুকোন

হৃতিক রোশন আর দীপিকা পাড়ুকোন প্রেম করছেন, রোমান্টিক গানে ঠোঁট মেলাচ্ছেন- ভক্তরা এসব দৃশ্য কল্পনা করছে অনেকদিন ধরে। তাদেরকে একসঙ্গে পর্দায় দেখতে যারা মরিয়া ছিলেন, তাদের চাওয়া অবশেষে সত্যি হতে যাচ্ছে।

যশরাজ ফিল্মসের প্রযোজনায় একই ছবিতে অভিনয় করবেন তারা।

এটি পরিচালনা করবেন বিজয়কৃষ্ণ আচার্য। তার পরিচালিত ‘ধুম থ্রি’র মতোই ধুন্ধুমার অ্যাকশন থাকবে নাম চূড়ান্ত না হওয়া নতুন ছবিতে। এর মধ্যে কয়েকটি ঝুঁকিপূর্ণ দৃশ্যে কাজ করবেন দীপিকাও। অ্যাথলেটিক শারীরিক গড়নের জন্যই তাকে নেওয়া হয়েছে অ্যাকশন-রোমান্টিক ধাঁচের ছবিটিতে। ‘চাঁদনীচক টু চায়না’র (২০০৯) পর কোনো ছবির স্টান্ট দৃশ্যে কাজ করেননি তিনি।

হৃতিক এখন আশুতোষ গোয়াড়িকরের ‘মহেঞ্জোদারো’ আর দীপিকা ব্যস্ত সঞ্জয়লীলা বানসালির ‘বাজিরাও মাস্তানি’তে।

বাংলাদেশ সময় : ১৪৪২ ঘণ্টা, জুন ৭, ২০১৫
জেএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।