ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

রবীন্দ্র কুঠিবাড়িতে নাট্যদল প্রাঙ্গণেমোর’র বিশেষ আয়োজন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, জুন ৭, ২০১৫
রবীন্দ্র কুঠিবাড়িতে নাট্যদল প্রাঙ্গণেমোর’র বিশেষ আয়োজন

ঢাকা: আগামী ১২ জুন কুষ্টিয়ার শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়িতে ‘প্রাঙ্গণে মোর প্রাণের মেলা’ শিরোনামে বিশেষ আয়োজন করেছে নাট্যদল ‘প্রাঙ্গণেমোর’।

রোববার (৭ জুন) ‘প্রাঙ্গণেমোর’ নাট্যদলের পক্ষ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।


 
এখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি-বিজড়িত কুঠিবাড়ি ভ্রমণের পাশাপাশি গান-বাজনা, হৈ-হুল্লোড়ের মাঝে থাকবে ‘আমি ও রবীন্দ্রনাথ’ নামে নাটকটির প্রথম রিডিং রিহার্সেল।

নতুন এ নাটকটির রচনায় ও নির্দেশনায় রয়েছেন নূনা আফরোজ। চলতি বছর নাটকটি মঞ্চে আসবে।

এ উপলক্ষে আগামী ১১ জুন ৪৫ সদস্যের দল নিয়ে কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়ি যাচ্ছে নাট্যদল ‘প্রাঙ্গণেমোর’। ১২ ও ১৩ জুন বিশেষ এ আয়োজন শেষে ঢাকায় ফিরে আসবে দলটি।

এছাড়া ‘প্রাঙ্গণেমোর’ এ বছরের শেষের দিকে আরও দুটি নতুন নাটক মঞ্চস্থ করার চেষ্টায় আছে বলে বার্তায় জানানো হয়।

নাটক দু’টির নির্দেশনা রয়েছেন-তরুণ নির্দেশক শিশির রহমান ও আউয়াল রেজা।     

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, জুন ০৭, ২০১৫
টিআই/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।