ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

বছরে হরভজনের সঙ্গে সাতবার বিয়ে গীতার!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, জুন ১৫, ২০১৫
বছরে হরভজনের সঙ্গে সাতবার বিয়ে গীতার! গীতা বাসরা ও হরভজন সিং

ভারতীয় ক্রিকেটার হরভজন সিংয়ের সঙ্গে অনেকদিন ধরে ডুবে ডুবে জল খাচ্ছেন গীতা বাসরা। আইপিএল চলাকালে মুম্বাই ইন্ডিয়ান্সের খেলা থাকলেই মাঠে হাজির হয়ে যান বলিউডের এই অভিনেত্রী।

প্রায়ই তার বিয়ের গুঞ্জন ওঠে। তাই রসিকতার সুরে তিনি জানান, গত এক বছরে তার সাতবার বিয়ে হয়েছে সংবাদমাধ্যমে!

বিয়ের গুজব ছড়ানো হতাশা ঝরলো গীতার কণ্ঠে। ৩১ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, ‘প্রতিটি মেয়ের জন্যই বিয়ে বিশেষ ব্যাপার। এটা যখন হবে, সবাইকে জানিয়ে দেবো। বিয়ে লুকানোর ব্যাপার না। অবশ্য গুঞ্জনকে একেবারেই পাত্তা দেই না আমি। শুধু পরিবার ও বন্ধুদের কাছে এসব খবরের ব্যাখ্যা দিতে হয়, এই যা!’

প্রেমিকারা গ্যালারিতে থাকলে ক্রিকেটারদের জন্য সৌভাগ্য বয়ে আনে কি-না তা নিয়ে ইদানীং রসালো চর্চা চলে। গীতাও বাদ পড়লেন না। তিনি হরভজনের জন্য ভাগ্যের কি-না জানতে চেয়েছেন ভারতীয় সাংবাদিকরা। উত্তরে গীতা জানান, প্রশ্নটা হরভজনকেই করা উচিত। তার ভাষ্য, ‘হরভজনকে জিজ্ঞাসা করুন, আমি ওর জন্য সৌভাগ্যের কি-না। তবে দল জেতার মুহূর্তে হাজির থাকলে আনন্দ হয়। ’

হরভজনের খেলার প্রতি ভালোবাসা গীতাকে অনুপ্রেরণা যোগায়। তিনি বলেন, ‘অল্প সময়ে সাফল্য পেয়েছে ও। এখনও মাটিতেই পা আছে তার। সে খেলাকে ভালোবাসে। ওর কাছ থেকে আমি শিখি। অভিনয়শিল্পীর চেয়ে নিজেকে এখন ক্রিকেটারই বেশি মনে হয়!’
Geeta_01
২০০৬ সালে ‘ট্রেন’ ছবিতে অভিনয়ের মাধ্যমে বলি‍উডে অভিষেক হয় গীত‍ার। মাঝে কিছুদিনের বিরতি পড়ে গেছে। তবে ‘সেকেন্ড হ্যান্ড হাজব্যান্ড’ ছবির মাধ্যমে বলিউডে ফিরছেন তিনি। এটি মুক্তি পাবে আগামী ৩ জুলাই। হরভজন তার অভিনয় পছন্দ করেন কি-না প্রসঙ্গে গীতা বলেন, ‘জানি না আমার কোনো ছবি দেখেছে কি-না ও। আমরা ছবি নিয়ে মোটেই কথা বলি না। তবে নতুন ছবিটির ট্রেলার পছন্দ হয়েছে ওর। ’

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, জুন ১৫, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।