ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

রুনা, সাবা ও কল্যাণের ‘ঢাকা মেট্রো-গ’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, জুন ৭, ২০১৫
রুনা, সাবা ও কল্যাণের ‘ঢাকা মেট্রো-গ’ (বাঁ থেকে) সোহানা সাবা, কল্যাণ কোরাইয়া ও রুনা খান

বিয়ের পর সুখেই দিন কাটছিলো রঞ্জন ও বিনির। কিন্তু রঞ্জনের জীবনে হঠাৎ আসে মালতী।

এরপর রঞ্জনের জীবনে অনেক ঝামেলা সৃষ্টি হয় মালতীর জন্য। এমন একটি গল্প নিয়ে তৈরি হয়েছে নাটক ‘ঢাকা মেট্রো-গ’। লিখেছেন তানিয়া হোসাইন, পরিচালনায় ফাহমিদা ইরফান ফাহমি।

৬ জুন থেকে রাজধানীর উত্তরায় এর দৃশ্যধারণ শুরু হয়েছে। এখানে রঞ্জন, বিনি ও মালতীর চরিত্রে যথাক্রমে অভিনয় করেছেন কল্যাণ কোরাইয়া, সোহানা সাবা ও রুনা খান। ‘ঢাকা মেট্রো-গ’ শিগগিরই একটি টিভি চ্যানেলে প্রচার হবে।

নাটকটি নিয়ে কল্যাণ বাংলানিউজকে বলেন, ‘স্বামী-স্ত্রীর জীবনে নানা ধরনের সমস্যার সৃষ্টি হয় একটি নারীর কারণে, এটাই মূলত তুলে ধরা হয়েছে নাটকে। সোহানা সাবার সঙ্গে আগেও কাজ করেছি, অনেকদিন পর আবার অভিনয় করে ভালো লাগলো। ’

বাংলাদেশ সময় : ১৭২০ ঘণ্টা, জুন ৭, ২০১৫
এমকে/জেএইচ


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।