ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

চীনে ‘পিকে’র ইতিহাস

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪০ ঘণ্টা, জুন ৮, ২০১৫
চীনে ‘পিকে’র ইতিহাস ‘পিকে’ ছবির দৃশ্যে আমির খান ও আনুশকা শর্মা

ভারতে ঝড় তোলার পর চীনের বক্স অফিসে ইতিহাস গড়লো আমির খানের ‘পিকে’। দেশটিতে এ ছবির আয় ছাড়িয়েছে ১০০ কোটি রুপির ঘর (১০১ কোটি ৮১ লাখ রুপি)।

ভারতের কোনো ছবি চীনে এই মাইলফলক স্পর্শ করতে পারেনি আগে। বলা যেতে পারে এটাই এখন বিদেশের মাটিতেও ভারতের সর্বকালের সবচেয়ে ব্যবসাসফল ছবি।

 

গত ২২ মে চীনের ৫ হাজার ৪০০টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় রাজকুমার হিরানি পরিচালিত ‘পিকে’। ১৬ দিনের ব্যবধানে ছবিটি সেখানে ঢুকে পড়লো ১০০ কোটির ঘরে। বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ জানান, আন্তর্জাতিক বাজারে ভারতীয় চলচ্চিত্রের সবচেয়ে বড় আয়ের রেকর্ডটি এখন ‘পিকে’র দখলে।  

চীনে ‘পিকে’র অভাবনীয় সাফল্যে পরিচালক রাজকুমার হিরানি বলেন, ‘কখনও ভাবিনি এই ছবি চীনা দর্শকদের ভালো লাগবে। আমি সত্যিই উচ্ছ্বসিত। ’ 

 

এর আগে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও পাকিস্তানে ভারতের সবচেয়ে বেশি ব্যবসাসফল ছবির তকমা পেয়েছে ‘পিকে’। গত বছরের ১৯ ডিসেম্বর মুক্তির পর এখন পর্যন্ত ছবিটি বিশ্বব্যাপী মোট আয় করেছে ৬১৫ কোটি রুপি। ছবিটিতে আমিরের পাশাপাশি অভিনয় করেন সঞ্জয় দত্ত, আনুশকা শর্মা, সুশান্ত সিং রাজপুত, সৌরভ শুক্লা।  

 

বাংলাদেশ সময় : ১২৩৬ ঘণ্টা, জুন ৮, ২০১৫

বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।