ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

২৩ বছর পর আবার ‘প্রিয় পদরেখা’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, জুন ৮, ২০১৫
২৩ বছর পর আবার ‘প্রিয় পদরেখা’

১৯৯২ সালে বিটিভিতে প্রচারিত হয় হুমায়ূন আহমেদের লেখা ‘প্রিয় পদরেখা’ নাটকটি। এতে অভিনয় করেন নাজমা আনোয়ার, আসাদুজ্জামান নূর, শীলা, আবুল খায়ের, মমতাজউদদীন আহমেদ, মোজাম্মেল হোসেন, আফজাল শরীফ, সানি আলম, মেহের নিগার।



ওই নাটকটি নতুন আঙ্গিকে নির্মাণ করছেন মেহের আফরোজ শাওন। নাম পাল্টাননি তিনি। এতে অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, মনিরা মিঠু, ঝুনা চৌধুরী, ইরেশ যাকের ও শবনম ফারিয়া। এটি আসছে রোজার ঈদে প্রচার হবে চ্যানেল আইতে।

এর আগে হুমায়ূন আহমেদের জন্মদিনে ‘অনিশ্চিন্ত মেঘেদের যাত্রা’ ছোটগল্প অবলম্বনে নির্মিত নাটকে শাওনের পরিচালনায় অভিনয় করেন শবনম ফারিয়া। তিনি বাংলানিউজকে বলেন, ‘প্রিয় পদরেখা প্রচারের সময় আমার বয়স ছিলো মাত্র ১ বছর! সেই নাটকের রিমেকে কাজ করার সুযোগ পেয়ে আনন্দ হলো। শাওন আপাকে ধন্যবাদ। ’

বাংলাদেশ সময় : ১৪৫২ ঘণ্টা, জুন ৮, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।