ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

গ্রিসে আস্ত দ্বীপ কিনছেন ব্রাঞ্জেলিনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, জুন ৮, ২০১৫
গ্রিসে আস্ত দ্বীপ কিনছেন ব্রাঞ্জেলিনা ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি

গ্রিসে গোটা একটি দ্বীপ কিনে ফেলছেন হলিউডের হেভিওয়েট দম্পতি ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি। পাপারাজ্জিদের এড়িয়ে ব্যক্তিগত জীবনে গোপনীয়তা বজায় রাখতে তাদের এই পরিকল্পনা।

 

ওকে ম্যাগাজিনের দেওয়া এক প্রতিবেদনে জানা যায়, দ্বীপটি কেনার জন্য ৫১ বছর বয়সী পিট ও ৪০ বছর বয়সী জোলিকে গুনতে হচ্ছে ৪৭ লাখ মার্কিন ডলার। এখানে ৪৩ একর জমি রয়েছে। সেখানে ছয়টি ভিলা তৈরির অনুমোদনও পেয়ে যাচ্ছেন তারা।  

গত বছরের আগস্টে বিয়ে করেন ব্র্যাঞ্জেলিনা। তার আগেই ছয় সন্তানের বাবা-মা হন তারা। ছেলেমেয়েদের নিয়ে একান্তে ছুটি কাটানোর জন্যই দ্বীপটি বেছে নিচ্ছেন পিট-জোলি। জায়গাটি জোলির দারুণ পছন্দ হয়েছে। এখানে উন্নয়নের ছোঁয়া এখনও লাগেনি। তবে তারা চাইলে স্বপ্নের বাড়ি বানিয়ে থাকতে পারবেন। তাদের সন্তানরাও মনের আনন্দে ঘুরে বেড়াতে পারবে, থাকবে না পাপারাজ্জিদের উটকো ঝামেলা।  

 

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, জুন ৮, ২০১৫

বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।