ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

ইবিতে দুই দিনব্যাপী চলচ্চিত্র উৎসব শুরু

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, জুন ৮, ২০১৫
ইবিতে দুই দিনব্যাপী চলচ্চিত্র উৎসব শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দুই দিনব্যাপী চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে।

সোমবার (০৮ জুন) ইবির টিএসসিসি মিলনায়তনে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটির আয়োজনে এ উৎসব শুরু হয়।



অনুষ্ঠানে প্রসূন রহমান পরিচালিত ‘সুতপা’র ঠিকানা’ চলচ্চিত্র প্রদর্শিত হয়। এ সময় চলচ্চিত্রটির পরিচালক প্রসূন রহমান ও নায়ক নাভিদ মুনতাসির মিলনায়তনে উপস্থিত থেকে দর্শকদের মধ্যে উৎসাহের সৃষ্টি করেন।

আয়োজক সূত্র জানায়, প্রথমদিন সুতপা’র ঠিকানা ছাড়াও দুপুর  দেড়টায় বিশিষ্ট চলচ্চিত্রকার তারেক মাসুদকে নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘ফেরা’ প্রদর্শিত হয়।

দ্বিতীয়দিন মঙ্গলবার সকাল ১০টা থেকে একই চলচিত্র প্রদর্শিত হবে।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, জুন ০৮, ২০১৫
এসআর/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।