ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

জেনির বাগদানের আংটি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, জুন ৮, ২০১৫
জেনির বাগদানের আংটি জেনি / ছবি: নূর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী জেনি। চ্যানেল নাইনের অনুষ্ঠান প্রধান তানভীর খানের সঙ্গে তার আংটিবদল হয়েছে।

অনুষ্ঠানে দুই পরিবারের সদস্যরাই শুধু ছিলেন।

নিজের ফেসবুক পেজে বাগদানের খবর জানিয়েছেন জেনি। বেশ কয়েক মাস ধরে তাদের মধ্যে মন দেওয়া-নেওয়া চলছে।

আংটিবদল হলেও বিয়ের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি বলে জানা গেছে। তবে চলতি বছরের ডিসেম্বরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে পারিবারিক সূত্র জানায়।

এর আগে নির্মাতা অমিতাভ রেজাকে বিয়ে করেছিলেন জেনি। কিন্তু সেটা টেকেনি। অন্যদিকে তানভীর খানও এর আগে একবার বিয়ের ছাদনাতলায় গিয়েছিলেন। টেকেনি সেটাও।

বাংলাদেশ সময় : ১৯২২ ঘণ্টা, জুন ৮, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।