ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

আন্তর্জাতিক মুক্তির দিনে ঢাকায় ‘জুরাসিক ওয়ার্ল্ড’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, জুন ৮, ২০১৫
আন্তর্জাতিক মুক্তির দিনে ঢাকায় ‘জুরাসিক ওয়ার্ল্ড’ ‘জুরাসিক ওয়ার্ল্ড’ ছবিতে ক্রিস প্রাট

দানব-আকৃতির ডাইনোসরদের নিয়ে ১৯৯৩ সালে বানানো বৈজ্ঞানিক কল্পকাহিনী-নির্ভর ছবি ‘জুরাসিক পার্ক’ সোরগোল ফেলে দিয়েছিলো গোটা দুনিয়ায়। মাঝে তৈরি হয়েছে আরও দুটি কিস্তি।

১৩ বছর বিরতি দিয়ে আসছে ছবিটির চতুর্থ পর্ব ‘জুরাসিক ওয়ার্ল্ড’। আগামী ১২ জুন আন্তর্জাতিক মুক্তির দিনে ত্রিমাত্রিক প্রযুক্তিতে ঢাকায় স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাচ্ছে এটি।  

‘জুরাসিক ওয়ার্ল্ড’-এ প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করেছেন সিরিজের প্রথম দুটি ছবির পরিচালক স্টিভেন স্পিলবার্গ। কলিন ট্রেভরোর পরিচালনায় ছবিটিতে অভিনয় করেছেন ক্রিস প্র্যাট, ব্রাইস ডালাস হাওয়ার্ড, জ্যাক জনসন, জুডি গ্রিয়ার, বলিউড অভিনেতা ইরফান খান প্রমুখ।

জানা গেছে, রাজধানীর ব্লকবাস্টার সিনেমাসেও ১২ জুন থেকে ‘জুরাসিক ওয়ার্ল্ড’ ছবির প্রদর্শনী হবে।

বাংলাদেশ সময় : ১৯৩১ ঘণ্টা, জুন ৮, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।