ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

লেননের হারানো গিটার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৯ ঘণ্টা, জুন ৯, ২০১৫
লেননের হারানো গিটার জন লেনন

ষাটের দশকে বিটলসের ‘লাভ লাভ মি ডু’, ‘ইউ নো আই লাভ ইউ’, ‘আই ওয়ান্ট টু হোল্ড ইয়োর হ্যান্ড’ ও ‘শি লাভস মি’-র মতো গানগুলোতে জন লেনন গিবসনের জে-১৬০ই মডেলের একটি গিটারে সুর তুলেছিলেন। তার ব্যবহৃত সেই গিটার এবার নিলামে উঠতে যাচ্ছে।

আগামী ৬ ও ৭ নভেম্বর যুক্তরাষ্ট্রে লস অ্যাঞ্জেলেসের জুলিয়েন অকশনস-এ বসবে সেই নিলামের আসর।

ষাটের দশকে ব্রিটেন থেকে লেননের ওই গিটার হারিয়ে যায়। সত্তর দশকে আমেরিকার সান দিয়েগোর শৌখিন গিটারশিল্পী জন ম্যাকগ্র কয়েকশো ডলারের বিনিময়ে গিটারটি কেনার সুযোগ পান। বিটলস বিশেষজ্ঞ অ্যান্ডি বাবিউকের লেখা একটি গ্রন্থে গিটারটির ছবি দেখে বন্ধুরা তাকে জানান।

ধারণা করা হচ্ছে, গিটারের দাম উঠতে পারে ৬ থেকে ৮ লাখ মার্কিন ডলার। নিলামের আগে গিটার নিয়ে কয়েকটি প্রদর্শনীও হবে। তারপর আগামী ২ জুলাই সেটা নিয়ে যাওয়া হবে লস অ্যাঞ্জেলেসের গ্র্যামি সংগ্রহশালায়। ২ নভেম্বর পর্যন্ত জুলিয়েন অকশনস-এ রাখা থাকবে তা।

বাংলাদেশ সময়: ১১৩২ ঘণ্টা, জুন ৯, ২০১৫
বিএসকে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।