ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

সুইফটকে কেটির পাল্টা জবাব

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, জুন ১০, ২০১৫
সুইফটকে কেটির পাল্টা জবাব কেটি পেরি ও টেলর সুইফট

কিছুদিন আগেই মুক্তি পেয়েছে টেলর সুইফটের নতুন গান ‘ব্যাড ব্লাড’। আর তারই পাল্টা জবাব দিতে একটি গান তৈরি করলেন কেটি পেরি।

কেটির নতুন গানের শিরোনাম ‘নাইন্টিন এইট্টি ফোর’।

‘ব্যাড ব্লাড’ গানটি তৈরির পর টেলর টুইটারে জানিয়েছিলেন, ‘কোনও একজনকে উদ্দেশ্য করে গানটি করা হয়েছে। ’ আর স‍ুইফটকে পাল্টা জবাব দেওয়ার জন্য‌ই কেটির ‘নাইন্টিন এইট্টি ফোর’।

কেননা অনেকদিন আগে এক সাক্ষ‍াৎকারে কেটি পেরিকে উদ্দেশ্য করে টেলর বলেছিলেন, ‘সে একটা গোট‍া ট্যুর নষ্ট করে দেওয়া চেষ্টা করেছিলেন। আমার সঙ্গে যারা কাজ করে তাদের অনেককেই নিজের দলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। ’

অন্যদিকে এ প্রসঙ্গে কেটির কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, ‘যদি কেউ আমার বদনাম করে তাহলে তো তার জবাব দিতেই হবে। আর এ কারণেই ‘নাইন্টিন এইট্টি ফোর’ গানটি কর‍া হয়েছে।

টেলর সুইফটের ‘ব্যাড ব্লাড’ গানের ভিডিও:


বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, জুন ১০, ২০১৫
বিএসকে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।