ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

১১ বছর পর নিউইয়র্কে এলআরবি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৬ ঘণ্টা, জুন ১১, ২০১৫
১১ বছর পর নিউইয়র্কে এলআরবি এলআরবি

সব মিলিয়ে হাতেগোনা কয়েকবারই গিটারে, গানে নিউইয়র্ক মাতিয়েছে এলআরবি। ২০০০ সালে ম্যাডিসন স্কয়ারে তারা গিয়েছিলেন দ্বিতীয়বার।

এরও বছর দু’য়েক আগে প্রথমবারের মতো নিউইয়র্কের স্টেজে উঠেছিলো দলটি। নিউইয়র্ক সফরের ঘটনা আরও দু’একবার ঘটেছে হয়তো। কিন্তু মাঝখানে পেরিয়ে গেছে দীর্ঘ ১১টি বছর, সেখানকার রক-পিপাসুরা চোখের সামনে পায়নি এলআরবিকে।

সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে চলতি বছরের আগস্টে। ৮ আগস্ট থেকে নিউইয়র্ক মাতাবে দলটি। এলআরবির দলনেতা আইয়ুব বাচ্চু বাংলানিউজকে বলছেন, ‘প্রাথমিকভাবে সাতটি শহরে গান-বাজনা করার কথা রয়েছে আমাদের। সংখ্যাটা আরও বাড়তে পারে। আগামী মাসের শেষের দিকে সব চূড়ান্ত জানাতে পারবো। ’

আগামী ৮ আগস্ট জ্যামাইকার ইয়র্ক কলেজ অডিটরিয়াম থেকে শুরু হবে এলআরবির এই সংগীত-সফর।

বাংলাদেশ সময় : ১২১৪ ঘণ্টা, জুন ১১, ২০১৫
কেবিএন/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।