ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

ঢাকায় সৌমিত্রকে নিয়ে প্রামাণ্যচিত্র

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৮ ঘণ্টা, জুন ১২, ২০১৫
ঢাকায় সৌমিত্রকে নিয়ে প্রামাণ্যচিত্র সৌমিত্র চট্টোপাধ্যায়

ভারতের প্রখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের জীবন নিয়ে বাংলাদেশের লেখক-নির্মাতা মাসুদ করিম গত বছর একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করেন। নাম ‘কৃষ্ণকলি’।

গত বছর কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ত্রিগুনা সেন মিলনাযতনে এর উদ্বোধনী প্রদর্শনী হয়। এবার এটি দেখা যাবে ঢাকায়।

আজ শুক্রবার (১২ জুন) বিকেল ৫টায় রাজধানীর গুলশানে ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে ‘কৃষ্ণকলি’ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। তার আগে থাকছে অধ্যাপক ড. আনিসুজ্জামানের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠান।

প্রামাণ্যচিত্রে উঠে এসেছে সৌমিত্র চট্টপাধ্যায়ের শৈশব থেকে শুরু করে জীবনের বিভিন্ন দিক এবং অনেক অজানা তথ্য। প্রামাণ্যচিত্রটির দৃশ্যধারণ হয়েছে ভারতের কলকাতা, কৃষ্ণনগর, নদিয়া এবং বাংলাদেশের কয়া গ্রাম, কুষ্টিযা, ব্রাক্ষ্মণবাড়িয়া ও ঢাকায়। এর শিরোনাম-গান গেয়েছেন লালনগীতি শিল্পী ফরিদা পারভীন।

মাসুদ করিম ১৯৮২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক করে জাপান চলে যান। জাপানের জাতীয় টিভি চ্যানেল এনএইচকে’তে ১৩ বছর ইন্টারপ্রিটার হিসেবে কাজ করেছেন। ১৯৯৮ সালে দেশে ফিরে আসেন মাসুদ।

বাংলাদেশ সময় : ১২৪৭ ঘণ্টা, জুন ১২, ২০১৫
জেএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।