ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

সুজানায় আকৃষ্ট যে তারিক আনাম!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, জুন ১২, ২০১৫
সুজানায় আকৃষ্ট যে তারিক আনাম! তারিক আনাম খান ও সুজানা

যিনি সুজানার দিকে মন দিয়েছেন, তিনি দেখতে তারিক আনাম খানের মতো হলেও আসলে তা নন। বদলে হয়ে গেছেন মির্জা সাহেব।

লোকটা রাশভারি। জমিদারি মেজাজে চলেন।

তারিক আনাম খান বলছেন, ‘মেজাজ শুধু নয়। এই লোকটা এখনও পুরনো ধ্যান-ধারণায় প্রবলভাবে বিশ্বাসী। দ্বীপের মতো একটা জায়গায় থাকে। পুরো এলাকাটা শাসন করে একাই। এক কথায়, তার চারিত্রিক বৈশিষ্ট্য বোঝানোর জন্য উপযুক্ত শব্দ হলো স্বৈরাচার। ’

টেলিছবি ‘ফড়িং’-এ এমন একটি চরিত্রে অভিনয় করেছেন তিনি। চিত্রনাট্য ও পরিচালনা অঞ্জন আইচের। গত কয়েকদিন ধরে টিকাটুলির রোজগার্ডেনে এর দৃশ্যায়ন চলছে।

অঞ্জন আইচ বলছেন, ‘মির্জা সাহেব বয়স্ক লোক হলেও, বিয়ে করেছেন তরুণীকেই। ঘটনার এক পর্যায়ে সুজানার দিকে চোখ পড়ে তার। এসব নিয়েই গল্প। ’

মির্জা সাহেবের স্ত্রীর চরিত্রে আছেন ফারাহ রুমা। রওনক হাসান অভিনয় করছেন সুজানার স্বামীর ভূমিকায়। আগামী রোজার ঈদে এটিএন বাংলায় প্রচার হবে টেলিছবিটি।

বাংলাদেশ সময় : ১৫৪০ ঘণ্টা, জুন ১২, ২০১৫
কেবিএন/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।