ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

বিপাশার নায়ক বাপ্পী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, জুন ১২, ২০১৫
বিপাশার নায়ক বাপ্পী বিপাশা কবির ও বাপ্পী চৌধুরী

সৈকত নাসির আগেই ঘোষণা দিয়ে রেখেছিলেন, ‘দেশ দ্য লিডার’-এর পর  ‘তালাশ’-ই হবে তার পরবর্তী ছবি। এতে থাকবেন বিপাশা কবির।

কিন্তু তার নায়ক কে হবেন- সেটি তখনও ঠিক করে উঠতে পারেননি তিনি। ১২ জুন বিকেলে বাংলানিউজকে নির্মাতা জানালেন তার চূড়ান্ত সিদ্ধান্তের কথা।

‘তালাশ’-এ বিপাশার নায়ক হিসেবে থাকবেন বাপ্পী চৌধুরী। ছবিটিতে তার অভিনয়ের ব্যাপারে ইতিমধ্যেই চূড়ান্ত কথাবার্তা হয়ে গেছে। ২৫ জুন থেকে বান্দরবানে শুরু হবে দৃশ্যধারণ। অ্যাকশন-থ্রিলার ঘরানার গল্প নিয়ে তৈরি হবে ‘তালাশ’। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু।

সৈকত নাসির বলেন, ‘বান্দরবন, চট্টগ্রাম এবং ওই অঞ্চলের আরও কিছু জায়গায় কাজ করবো আমরা। ’

বাংলাদেশ সময় : ১৬৪৮ ঘণ্টা, জুন ১২, ২০১৫
কেবিএন/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।