ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

শাহরুখের নতুন সাজ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, জুন ১২, ২০১৫
শাহরুখের নতুন সাজ শাহরুখ খান

হাতে ক্র্যাচ। চোখে রোদচশমা।

ঠোঁটের ওপর মোটা গোঁফ। গায়ে কালো রঙা জ্যাকেট। এভাবেই বিমানবন্দরে আলোকচিত্রীদের ক্যামেরায় বন্দি হলেন শাহরুখ খান। বুলগেরিয়া গেছেন বলিউডের এই সুপারস্টার। সেখানে রোহিত শেঠির পরিচালনায় ‘দিলওয়ালে’ ছবির কাজ করবেন তিনি।

তাই সবাই ধারণা করছেন, ছবিটিতে এমন সাজেই দেখা যাবে শাহরুখকে। তবে হাতে ক্র্যাচ রেখেছেন কিছুদিন আগে হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে বলে।

‘দিলওয়ালে’ ছবিতে শাহরুখ বহু বছর পর জুটি বেঁধেছেন কাজলের সঙ্গে। সর্বশেষ ‘মাই নেম ইজ খান’ (২০১০) ছবিতে দেখা গেছে তাদের রসায়ন। শাহরুখের রেড চিলিস এন্টারটেইনমেন্ট ও রোহিত শেঠি প্রোডাকশনের প্রযোজনায় নতুন ছবিটি মুক্তি পাবে চলতি বছরের বড়দিন উপলক্ষে। এতে আরও আছেন বরুণ ধাওয়ান, কৃতী স্যাননন, বিনোদ খান্না, কবির বেদি, জনি লিভার ও বরুণ শর্মা।

বাংলাদেশ সময় : ১৯২৩ ঘণ্টা, জুন ১২, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।