ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

ক্রিস্টোফার লি’র জীবনাবসান

তারকা ও রাজনীতিবিদদের শোক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, জুন ১২, ২০১৫
তারকা ও রাজনীতিবিদদের শোক

পর্দায় মৃত্যুর ভয় জাগানোর ওস্তাদ ছিলেন ক্রিস্টোফার লি, তার অসামান্য অভিনয়ের সুবাদে ভৌতিক ধাঁচের ছবি ‘ড্রাকুলা’ পেয়েছে ধ্রুপদীর মর্যাদা। নতুন প্রজন্মের কাছে ‘স্টার ওয়ারস’ আর ‘লর্ড অব দ্য রিংস’ ছবির জন্যই বেশি পরিচিত তিনি।

একটি ছবিতে পাকিস্তানের জাতির পিতা মোহাম্মদ আলী জিন্নাহ চরিত্রেও অভিনয় করেছিলেন তিনি।

রূপালি পর্দার মন্দ মানুষটি গত ৭ জুন চলে গেলেন না ফেরার দেশে। লন্ডনের এক হাসপাতালে ৯৩ বছর বয়সে জীবনাবসান হলো ব্রিটিশ এই তারকার। সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে তারকা ও রাজনীতিবিদরা গভীর শোক প্রকাশের পাশাপাশি তার ভূয়সী প্রশংসা করেছেন।

ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, ‘চলচ্চিত্রের সোনালি সময়ের বিশাল মানুষ। ’ লন্ডনের মেয়র বরিস জনসন বলেন, ‘সবচেয়ে সেরা ব্রিটিশ অভিনয়শিল্পীদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। ভয় জাগানিয়ার এক গুরুকে হারালাম আমরা। ’

জেমস বন্ড সিরিজের ছবি ‘দ্য ম্যান উইথ দ্য গোল্ডেন গান’-এ (১৯৭৪) মন্দ মানুষ স্কারামাঙ্গার ভূমিকায় দেখা গেছে লি’কে। এতে জেমস বন্ড চরিত্রে অভিনয় করেন রজার মুর। সহশিল্পীর স্ত্রী ডেনিস মডেল বিরজিত ক্রনকি, তাদের মেয়ে ক্রিস্টিনা ও জামাতা জুয়ান ফ্রান্সিসকো অ্যানেইরস রড্রিগেজকে সমবেদনা জানান তিনি। মুর বলেন, ‘পুরনো বন্ধুকে হারানো দুঃসহ যন্ত্রণার। ক্রিস্টোফার লি ছিলেন আমার একজন পুরনো বন্ধু। আমাদের প্রথম দেখা হয়েছিলো ১৯৪৮ সালে। ’

পরিচালক টিম বার্টনের পাঁচটি ছবিতে কাজ করেছিলেন লি। বার্টন বলেন, ‘এমন উদার অনুপ্রেরণাদায়ক মানুষ আর আসবে না। তিনি ছিলেন সত্যিকারের কিংবদন্তি। তাকে বন্ধু ডাকার সৌভাগ্য হয়েছিলো। আমাকে অবিরাম উৎসাহ দিয়ে যেতেন তিনি। ’

‘স্টার ওয়ারস’-এর নির্মাতা জর্জ লুকাস বলেন, ‘চলে গেলেন ব্রিটেনের সেরা একজন অভিনেতা। চলচ্চিত্রের সোনালি দিনের সত্যিকারের অংশ ও প্রকৃত ভদলোক ছিলেন তিনি। ’

‘লর্ড অব দ্য রিংস’ ট্রিলজির পরিচালক পিটার জ্যাকসন নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘লি ছিলেন একাধারে পন্ডিত, গায়ক, অসাধারণ গল্প-কথক ও বিস্ময়কর অভিনেতা। তাকে নিয়ে পাঁচটি ছবি বানানোর সৌভাগ্য হয়েছিলো আমার। আমার ৪০তম জন্মদিনে তিনি বলেছিলেন, ‘তুমি আমার অর্ধেক!’ তখন তার বয়স ছিলো ৮০ বছর। তিনি ছিলেন সত্যিকারের ভদ্রলোক। ’

লি’র শুন্যতা অনুভব করবেন জানিয়ে পরিচালক মার্টিন স্করসিস বলেন, ‘তার কথা প্রতিদিনই ভাবতাম, সবসময়ই ভাববো। আমাদের একসঙ্গে কাজ করার ইচ্ছা ছিলো। ‘হুগো’র মাধ্যমে তা পেরেছি। তিনি অসাধারণ অভিনেতা, চমৎকার বন্ধু ও সত্যিকারের পেশাদার মানুষ ছিলেন। ’

বাংলাদেশ সময় ১৯১৩ ঘণ্টা, জুন ১২, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।