ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

শাহরুখ-সালমানকে নিয়ে আমিরের বয়ান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, জুন ১৩, ২০১৫
শাহরুখ-সালমানকে নিয়ে আমিরের বয়ান (বাঁ থেকে) সালমান খান, আমির খান ও শাহরুখ খান

বলিউডে আমির খান, শাহরুখ খান ও সালমান খান তিনজনই তুমুল জনপ্রিয়। তাদের মধ্যে কে সেরা তা নিয়ে রোজই ভক্তদের মধ্যে চলে প্রতিযোগিতা।

এ কারণে কয়েকদিন আগে সালমান টুইটার ছাড়ার হুমকি দেন ভক্তদের উদ্দেশ্য করে। এবার আমিরও জানালেন, সালমান কিংবা শাহরুখের সঙ্গে সংখ্যার খেলায় নেই তিনি। তার সাফ কথা, ‘আমাদের মধ্যে সংখ্যার প্রতিযোগিতা নেই। ’

আমির, শাহরুখ ও সালমানের ভক্তরা নিজেদের প্রিয় তারকাকে বলিউডের এক নম্বর খান হিসেবে দাবি করে। এ কারণে হতাশা নিয়ে সালমান টুইটারে বলেন, ‘শাহরুখ খান ও আমির খান আমার বন্ধু। এখানে ১, ২, ৩ বলে কিছু নেই। বোঝা গেছে?’

সল্লুর ওই মন্তব্যে এবার প্রতিক্রিয়া জানালেন আমির। তার ভাষ্য, ‘দেখুন, এটাই হলো সালমানের আবেগ ও ভালোবাসা। ওর মতোই একই অনুভূতি আমারও। বিশ্বাস করুন, আমাদের মধ্যে ১, ২, ৩ হওয়ার প্রতিযোগিতা নেই। সালমান আর শাহরুখ দু’জনই বড় তারকা। ’

৫০ বছর বয়সী ‍এই অভিনেতা আরও বলেন, ‘বহু বছর ধরেই শুধু ‍আমি নই; শাহরুখ, সালমান, অক্ষয় (কুমার) ও অজয় (দেবগন)... আমরা সবাই সাফল্যের সঙ্গে ক‍াজ করে যাচ্ছি। আমাদের কাজ দর্শকদের ভালো লাগছে। সবচেয়ে বড় কথা, সামাজিক মাধ্যমে বরাবরই নানা মন্তব্য করা হয়। সেগুলোকে গুরুত্ব দেওয়া ‍উচিত নয় আমাদের কারোরই। ’

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, জুন ১৩, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।