ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

শোয়েব-মৌসুমীর সন্তানকে আগাম শুভেচ্ছা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, জুন ১৩, ২০১৫
শোয়েব-মৌসুমীর সন্তানকে আগাম শুভেচ্ছা

মা হবেন মৌসুমী নাগ। শোয়েব-মৌসুমী দম্পতির সংসারে আসবে ফুটফুটে সন্তান- এ খবর আগেই জানিয়েছিলেন তিনি।

তখনও সবাই শুভকামনা জানিয়েছিলেন মৌসুমী নাগ ও অনাগত সন্তানকে।

কিন্তু এ শুভকামনাকে একটা জায়গায় জড়ো করে, উদযাপন করার সিদ্ধান্তটা তো মন্দ না। তাই করলেন এ দম্পতি। ১২ জুন সন্ধ্যায় ধানমন্ডির একটি রেস্তোরাঁয় তারা আয়োজন করেছিলেন অনাগত সন্তানের ‘বেবি শাওয়ার’।

তারকার ঢল নেমেছিলো সেখানে। মৌসুমী ও শোয়েব দু’জনেই দীর্ঘদিন ধরে অভিনয় করছেন। এ মহলে তাদের পরিচিতিও কম না। শুভাকাঙ্ক্ষী ও বন্ধুশ্রেণীর তালিকাও লম্বা। তাদেরকে শুভেচ্ছা জানাতে তাই ছুটে এসেছিলেন সবাই।

এসেছিলেন রিচি সোলায়মান, ফারজানা চুমকি, বিজরী বরকতউল্লাহ, নাজনীন চুমকি, জাকিয়া বারী মম, কল্যাণ কোরাইয়া, রুনা খান, দীপা খন্দকার, বাঁধন, নওশীন, নাদিয়া, তাহমিনা সুলতানা মৌ প্রমুখ।

বাংলাদেশ সময় : ২১২৬ ঘণ্টা, জুন ১৩, ২০১৫
কেবিএন/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।