ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

ক্যাটরিনায় সালমানের অরুচি!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪১ ঘণ্টা, জুন ১৪, ২০১৫
ক্যাটরিনায় সালমানের অরুচি!

নতুন একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হওয়ার প্রস্তাব পেলেন সালমান খান। পারিশ্রমিকও লোভনীয়- সাত কোটি রুপি।

কিন্তু ক্যাটরিনা কাইফের সঙ্গে জুটি বেঁধে কাজ করতে হবে বলে প্রস্তাবটি ফিরিয়ে দিলেন তিনি।

সালমান ও ক্যাটরিনার প্রেমের গুঞ্জন ছিলো বলিউডে সবচেয়ে চর্চিত বিষয়গুলোর অন্যতম। এখন রণবীর কাপুরের সঙ্গে জড়িয়ে গেছেন ক্যাট। তবে সালমানের সঙ্গে আবার জুটি বাঁধার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত ছিলেন ২৯ বছর বয়সী এই অভিনেত্রী। কিন্তু সল্লুর মন মজেনি।

এদিকে শোনা যাচ্ছে, আগামী ঈদে মুক্তি প্রতীক্ষিত সালমানের ‘বজরঙ্গি ভাইজান’ ছবিতে ক্যাটরিনাই ছিলেন প্রথম পছন্দ। কারণ এর পরিচালক কবির খান এ জুটিকে নিয়ে ‘এক থা টাইগার’ বানিয়েছিলেন। তাই তিনি আবার ক্যাটকে নিতে চেয়েছিলেন। কিন্তু সালমান সুপারিশ করেন কারিনা কাপুর খানের নাম। ৪৯ বছর বয়সী এই অভিনেতার আরেক ছবি ‘সুলতান’-এর জন্যও ক্যাটরিনার কথাই ভাবা হয়েছিলো শুরুতে। কিন্তু সালমানের আপত্তির কারণে অন্য নায়িকাকে নিতে হচ্ছে নির্মাতা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মসকে।

২০১৬ সালের ঈদে মুক্তি পাবে আলি আব্বাস জাফর পরিচালিত ‘সুলতান’। এতে বক্সারের ভূমিকায় দেখা যাবে সালমানকে।

বাংলাদেশ সময় : ০৯৩৪ ঘণ্টা, জুন ১৪, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।