ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

অমিতাভ যখন শিশু!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, জুন ১৪, ২০১৫
অমিতাভ যখন শিশু!

কিছুদিন আগে মুক্তিপ্রাপ্ত ‘পিকু’ ছবিতে বুড়িয়ে যাওয়া মানুষের চরিত্রে কাজ করার পর অমিতাভ বচ্চন যেন ফিরে গেলেন শৈশবে। আনা নামের এক কন্যাশিশুর সঙ্গে কয়েকটি ছবি টুইটারে দিয়েছেন তিনি।



এগুলোর একটিতে দেখা গেছে, শিশুটিকে কোলে নিয়ে বসে আছেন বিগ বি। তার মাথায় আনার মতোই চুলের ব্যান্ড। আরেকটি ছবিতে দেখা যায়- বেবি চেয়ারে বসে আছেন ৭২ বছর বয়সী এই অভিনেতা।

জানা গেছে, এটি একটি বিজ্ঞাপনচিত্রের দৃশ্য। এসব ছবি শেয়ার দিয়ে অমিতাভ লিখেছেন, ‘মানুষের অভিভাবক হলো শিশু। আনার সঙ্গে শুটিং করলাম। প্রথম দর্শনেই ওর প্রেমে পড়ে গেছি!’

বাংলাদেশ সময় : ১৭৪২ ঘণ্টা, জুন ১৪, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।