ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

রকেটে চেপে সোহম-মিম

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, জুন ১৪, ২০১৫
রকেটে চেপে সোহম-মিম সোহম ও বিদ্যা সিনহা মিম

ছবির নাম ‘রকেট’। যৌথ প্রযোজনার ছবি।

সোহমের অভিনয় করার ঘোষণা শোনা গেছে এতে। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো সোহমের নায়িকা হয়ে উঠবেন বিদ্যা সিনহা মিম- এমন খবরও বেরিয়েছিলো। ‘রকেট’-এর প্রযোজক কিবরিয়া লিপু বলছেন, ‘যা কিছু বলেছিলাম, সবই সত্যি। আমরাও পুরোপুরি প্রস্তুত। এ মাসেই শুরু হবে দৃশ্যধারণ। ’

এর আগে হবে আনুষ্ঠানিকভাবে মহরত। ১৫ জুন সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় এ আয়োজনে থাকবেন ‘রকেট’-এর কলাকুশলীরা। মিম তো থাকবেনই। কিবরিয়া লিপু জানালেন, সোহমও আসবেন। ওপার বাংলার এই অভিনেতার মহরতে অংশগ্রহণের ব্যাপারে কথাবার্তা চূড়ান্ত হয়েছে।

‘রকেট’ পরিচালনা করবেন ওপারের রাজা চন্দ। বাংলাদেশের কিবরিয়া ফিল্মস আর কলকাতার দাগ ক্রিয়েটিভ মিডিয়া যৌথভাবে প্রযোজনা করছে ছবিটি।

বাংলাদেশ সময় : ১৭৫৪ ঘণ্টা, জুন ১৪, ২০১৫
কেবিএন/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।