ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

ঈদের রাঙা সকালে শাবনাজ-নাঈম

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, জুন ১৪, ২০১৫
ঈদের রাঙা সকালে শাবনাজ-নাঈম ‘রাঙা সকাল’ অনুষ্ঠানে শাবনাজ ও নাঈম

প্রায় ২০ বছর হলো রূপালি পর্দায় নেই নাঈম-শাবনাজ। স্বেচ্ছায় অন্তরালে থাকা নব্বই দশকের সাড়াজাগানো এই জুটিকে এবার দেখা যাবে মাছরাঙা টেলিভিশনের প্রতিদিনের নিয়মিত আয়োজন ‘রাঙা সকাল’-এর ঈদ আয়োজনে।

প্রায় এক যুগ পর ছোট পর্দার কোনো অনুষ্ঠানে অংশ নিলেন তারা।

কেন কাজ করছেন না, কোন ছবিতে অভিনয় করতে গিয়ে তাদের সখ্য গড়ে ওঠে, বিয়ের পর ঠিক কোন মুহূর্তে তারা সিদ্ধান্ত নিয়েছিলেন আর অভিনয় করবেন না; দুই ঘণ্টার অনুষ্ঠানটিতে এমন সব প্রশ্নের স্বতঃস্ফূর্ত উত্তর দিয়েছেন নাঈম ও শাবনাজ। এ ছাড়া স্ত্রীর জন্য গিটার হাতে গানও করেছেন নাঈম। রুম্মান রশীদ খান ও জিয়নের উপস্থাপনায় ‘রাঙা সকাল’ প্রযোজনা করেছেন রাকিবুল আলম ও জোবায়ের ইকবাল।

প্রয়াত পরিচালক এহতেশামের ‘চাঁদনী’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে একসঙ্গে পা রাখেন নাঈম-শাবনাজ। এরপর ‘দিল’, ‘জিদ’, ‘অনুতপ্ত’, ‘সোনিয়া’, ‘সাক্ষাৎ’, ‘টাকার অহংকার’, ‘ফুল আর কাঁটা’, ‘চোখে চোখে’সহ অনেক ছবিতে দেখা গেছে জনপ্রিয় এই জুটিকে।

বাংলাদেশ সময় : ১৮৫৬ ঘণ্টা, জুন ১৪, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।