ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

জেনে নিন কোথায় কী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৩ ঘণ্টা, জুন ১৫, ২০১৫
জেনে নিন কোথায় কী দৃশ্য : ‘জুরাসিক ওয়ার্ল্ড’

রাজধানীর বিভিন্ন বিনোদন ও সাংস্কৃতিক কেন্দ্র এবং দেশের টিভি চ্যানেলগুলোতে ১৫ জুন রয়েছে নানান আয়োজন। এক ঝলকে জেনে নিন…

মঞ্চ
আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তন, বাংলা একাডেমি : প্রখ্যাত দার্শনিক-শিক্ষাবিদ জাতীয় অধ্যাপক সরদার ফজলুল করিমের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনাসভা বিকেল সাড়ে ৪টায়।

বক্তব্য প্রদান করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. এমএম আকাশ। সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি এমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান।
বাংলাদেশ শিল্পকলা একাডেমি

* জাতীয় নাট্যশালা মূল মঞ্চ : লোকনাট্যদলের প্রযোজনা মলিয়েরের ‘কঞ্জুস’ সন্ধ্যা ৭টায়। রূপান্তর করেছেন তারিক আনাম খান, নির্দেশনায় লিয়াকত আলী লাকী।
* এক্সপেরিমেন্টাল থিয়েটার হল : আরণ্যকের ‘রাঢ়াঙ’ নাটকের ১৪৯তম প্রদর্শনী সন্ধ্যা ৭টায়। রচনা ও নির্দেশনায় মামুনুর রশীদ।

চলচ্চিত্র
স্টার সিনেপ্লেক্স
* অ্যাভেঞ্জার্স: এজ অব আলট্রন থ্রিডি (সকাল ১০টা ৫০, দুপুর ১টা ৩০, বিকেল ৪টা ২৫, সন্ধ্যা ৭টা ১৫)।
* স্যান অ্যান্ড্রেয়াস থ্রিডি (সকাল ১১টা, বিকেল ৪টা, সন্ধ্যা ৭টা)।
* জুরাসিক ওয়ার্ল্ড থ্রিডি (সকাল ১১টা, দুপুর ১টা ৩০, বিকেল ৪টা, সন্ধ্যা ৭টা)।
* ম্যাড ম্যাক্স: ফিউরি রোড (সকাল ১১টা ১৫, সন্ধ্যা সাড়ে ৭টা)।
* ম্যাড ম্যাক্স: ফিউরি রোড থ্রিডি (দুপুর ১টা ১৫)।
* ইউ-টার্ন (দুপুর ১টা ৪৫, বিকেল ৪টা ৪০)।

ব্লকবাস্টার সিনেমাস
* জুরাসিক ওয়ার্ল্ড থ্রিডি (দুপুর ১২টা, দুপুর ২টা ৪০, দুপুর ২টা ৩০, বিকেল সাড়ে ৪টা, বিকেল ৫টা, সন্ধ্যা ৭টা, সন্ধ্যা সাড়ে ৭টা, রাত ৮টা)।
* ইউ টার্ন (দুপুর সাড়ে ১২টা, বিকেল ৩টা ২০, সন্ধ্যা সাড়ে ৬টা)।
* ম্যাড ম্যাক্স: ফিউরি রোড (দুপুর ২টা ৩০, সন্ধ্যা সাড়ে ৭টা)।
* ইনসার্জেন্ট থ্রিডি (দুপুর ২টা ৩০, সন্ধ্যা সাড়ে ৭টা)।
* ম্যাড ম্যাক্স: ফিউরি রোড থ্রিডি (বিকেল ৫টা ২০)।
* ছুঁয়ে দিলে মন (দুপুর ১টা, বিকেল ৪টা, সন্ধ্যা ৭টা)।
* মর্টডিকাই (দুপুর সাড়ে ১২টা, বিকেল ৫টা ২০)।
* স্যান অ্যান্ড্রেয়াস (দুপুর ১২টা, বিকেল ৫টা)।
* স্যান অ্যান্ড্রেয়াস থ্রিডি (দুপুর ২টা)।

প্রদর্শনী
বেঙ্গল শিল্পালয়, শেখ কামাল সরণি, ধানমন্ডি : তাহেরা খানমের ‘বেলা অবেলার রাগিণী’ শীর্ষক একক চিত্রকর্ম প্রদর্শনী চলবে ২৫ জুন পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা।
লা গ্যালারি, আঁলিয়স ফ্রঁসেজ, ধানমন্ডি : চিত্রশিল্পী নাসিমা খানম কুইনির কুইনিস আর্টের সৌজন্যে ‘উড়ন্ত ডানায় রংধনু’ শীর্ষক তৃতীয় যৌথ চিত্র প্রদর্শনীর শেষ দিন। বিকেল ৩টা থেকে রাত ৯টা।
কলাকেন্দ্র, মোহাম্মদপুর : মুন রহমানের একক চিত্রকর্ম প্রদর্শনী ‘ঝাপসা ভয়’ চলবে ২০ জুন পর্যন্ত। প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ৯টা।
গ্যালারি কায়া, সেক্টর–৪, উত্তরা : গ্যালারি কায়ার ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রদর্শনী চলবে ২৬ জুন পর্যন্ত।

টেলিভিশন

এটিএন বাংলা :  পূর্ণদৈর্ঘ্য ছবি ‘তুমি বড় ভাগ্যবতী’ দুপুর ১০টা ৩৫ মিনিটে। অভিনয়ে ফেরদৌস, শাবনূর, রাজীব। ফ্যাশন ও রূপচর্চা বিষয়ক সরাসরি অনুষ্ঠান ‘লাইফ অ্যান্ড বিউটি’ বিকেল ৫টা ১৫ মিনিটে। উপস্থাপনায় আজরা মাহমুদ। বিদ্রুপাত্মক টক শো ‘কি অবস্থা!’ রাত ১১টা ২৮ মিনিটে। উপস্থাপনায় ইরেশ যাকের। ধারাবাহিক নাটক ‘দহন’ রাত ৮টায়। অভিনয়ে আবুল হায়াত, রাইসুল ইসলাম আসাদ, অরুণা বিশ্বাস, কেএস ফিরোজ, নাজনীন চুমকী, প্রভা, ফারহানা মিলি, জিতু আহসান, চাঁদনী, শাহাদাৎ হোসেন, শামীমা তুষ্টি, সমাপ্তি, শ্যামল মাওলা। ধারাবাহিক নাটক ‘সাতটি তারার তিমির’ রাত ১০টা ৫৫ মিনিটে। অভিনয়ে মৌসুমী হামিদ, জয়িতা মহলানবীশ, সাদিকা স্বর্ণা, শর্মিমালা, সানজিদা প্রীতি, মৌটুসী বিশ্বাস, মুমতাহিনা টয়া, দিলারা জামান, আল মামুন, সুবর্ণা মুস্তাফা, ইন্তেখাব দিনার।
চ্যানেল আই :
ধারাবাহিক নাটক ‘একজন মায়াবতী’ রাত ৯টা ৩৫ মিনিটে। অভিনয়ে মাহফুজ আহমেদ, সুমাইয়া শিমু, আনিসুর রহমান মিলন, ফারহানা মিলি, শহীদুজ্জামান সেলিম, হাসান ইমাম, রোজী সিদ্দিকী, মামুনুর রশীদ, সোহেল খান, আবদুল্লাহ রানা, তানভীর হোসেন প্রবাল, টুনটুনি।


এনটিভি :
  ধারাবাহিক নাটক ‘লেক ড্রাইভ লেন’ রাত ৮টা ১৫ মিনিটে। অভিনয়ে শহীদুজ্জামান সেলিম, সুমাইয়া শিমু, অপূর্ব, তানিয়া, সুইটি, তমালিকা, সৈয়দ হাসান ইমাম, আইরিন, পুঁথি, সাবিহা জামান। সঙ্গীতানুষ্ঠান ‘গীতিময়’ রাত ৯টায়। উপস্থাপনায় বাপ্পা মজুমদার। অতিথি মইনুল ইসলাম খান। পরিবেশনায় ঋতু ও ইউসুফ। ধারাবাহিক নাটক ‘ফ্যামিলি প্যাক’ রাত ৯টা ৪৫ মিনিটে। অভিনয়ে দিলারা জামান, কায়েস চৌধুরী, শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, মিশু সাব্বির, মৌটুসী বিশ্বাস, অগ্নিলা, ঊর্মিলা, স্পর্শিয়া।
আরটিভি :  পূর্ণদৈর্ঘ্য ছবি ‘টোকাই রংবাজ’ দুপুর ১২টা ৩৫ মিনিটে। অভিনয়ে মান্না ও শাহনাজ। ধারাবাহিক নাটক ‘ঝংকারী বেগম’ ৭টা ৪০ মিনিটে। অভিনয়ে চিত্রনায়িকা চম্পা, আমিরুল হক চৌধুরী, আখম হাসান, ভাবনা, শামীম জামান। ধারাবাহিক নাটক ‘উড়ামন’ ৮টা ২০ মিনিটে। অভিনয়ে জাহিদ হাসান, নওশীন, অহনা, সিদ্দিকুর রহমান, শামীম জামান, কেয়া চৌধুরী। বিয়ে বিষয়ক অনুষ্ঠান ‘লাক্স ব্রাইডাল শো’ রাত ৯টা ৫০ মিনিটে। উপস্থাপনায় শারমিন লাকী।
বাংলাভিশন :  ধারাবাহিক নাটক ‘চলিতেছে সার্কাস’রাত ৯টা ০৫ মিনিটে। অভিনয়ে ড. ইনামুল হক, মোশাররফ করিম, মৌটুসী বিশ্বাস, শামীমা নাজনীন, মনিরা মিঠু, রোবেনা রেজা জুঁই, আব্দুল্লাহ রানা, রিফাত চৌধুরী, সমাপ্তি মাসুক।
দেশ টিভি : ধারাবাহিক নাটক ‘কলিংবেল’ রাত ৯টা ৪৫ মিনিটে। অভিনয়ে আব্দুল্লাহ রানা, সানজিদা প্রীতি, সাজু খাদেম, মিশু সাব্বির, তানজিকা আমিন, এ্যালেন শুভ্র। ধারাবাহিক নাটক ‘নাইন অ্যান্ড অ্যা হাফ’ রাত সাড়ে ১০টায়। অভিনয়ে সৈয়দ হাসান ইমাম, কুমকুম হাসান, মুমতাহিনা টয়া, সিয়াম আহমেদ, তৌসিফ মাহবুব, সালমান মুক্তাদির, ঈশিকা খান, জিল্লুর রহমান, ফারহান আহমেদ জোভান, সাইদ জামান শাওন, সিফাত তাহসীন, আরবি প্রীতম, পারসা ইভানা।

মাছরাঙা  টেলিভিশন : বিনোদন সংবাদের প্রতিদিনের আয়োজন ‘বিনোদন সারাদিন’ সন্ধ্যা সাড়ে ৬টায়। উপস্থাপনায় সুমাইয়া। ধারাবাহিক নাটক ‘পরণকথা’ রাত ৮টায়। অভিনয়ে নাদিয়া, মাজনুন মিজান, অহনা, আখম হাসান, শানারৈ দেবী শানু, জয়রাজ, বন্যা মির্জা, লুৎফর রহমান জর্জ, নাজনীন হাসান চুমকি, হিমে হাফিজ। ধারাবাহিক নাটক ‘ধূসর অতিথি’ রাত ৮টা ৪০ মিনিটে। অভিনয়ে শোয়েব, দীপা খন্দকার, শাহরিয়ার নাজিম জয়, হাসান ইমাম। ধারাবাহিক নাটক ‘দোস্ত দুশমন’ রাত ৯টা ২০ মিনিটে। অভিনয়ে তৌসিফ, অ্যালেন শুভ্র, আসিফ, জেনী, সোনিয়া, শবনম ফারিয়া, সাজু খাদেম, ফারুক আহমেদ, ডা. এজাজ আহমেদ, তাসনুভা তিশা, তন্দ্রা, ঈশিকা, জয়শ্রী কর জয়া, বন্যা মির্জা, শামীমা নাজনীন, ডিকন নূর। ধারাবাহিক নাটক ‘অপূর্বা’ রাত ১১টায়। অভিনয়ে অপর্ণা, নিশো, স্বাগতা, হিল্লোল, সাদিকা স্বর্ণা, আলিফ, ইমি, সামিয়া সাইদ, আল মনসুর, শিরিন আলম, শাহেদ আলী সুজন, ইরফান সাজ্জাদ, ডিকন নূর।
বৈশাখী টেলিভিশন : পূর্ণদৈর্ঘ্য ছবি ‘সৈনিক’ দুপুর ১০টা ৫০ মিনিটে। অভিনয়ে অমিত হাসান ও শাবনূর।
চ্যানেল নাইন : ধারাবাহিক নাটক ‘বাই ফোকাল’ রাত সাড়ে ৯টায়। অভিনয়ে তারিক আনাম খান, তৌকীর আহমেদ, শাহেদ শরীফ খান, ওমর আয়াজ অনি, হাসান মাসুদ, আল-মনসুর, মাসুদ আলী খান, নওশীন, মৌসুমী হামিদ, শামীমা তুষ্টি, ঈশানা, সমাপ্তি, সোহান খান, অহনা, প্রিয়াংকা, সুজানা, ডাঃ এজাজ,  রফিকুল্লাহ সেলিম। ধারাবাহিক নাটক ‘গ্র্যান্ডমাস্টার’ রাত ১০টা ১৫ মিনিটে। অভিনয়ে রাইসুল ইসলাম আসাদ, সৈয়দ হাসান ইমাম, শহীদুজ্জামান সেলিম, তারিন, কল্যাণ কোরাইয়া, হাসিন রওশন, সাজ্জাদ ইরফান, কাজী উজ্জ্বল, শাহেদ আলী, নমিরা।
জিটিভি : পূর্ণদৈর্ঘ্য ছবি ‘প্রেম সংঘাত’ দুপুর ১০টা ৫০ মিনিটে। অভিনয়ে শাকিব খান, শাবনূর, শাহনূর। ধারাবাহিক নাটক ‘ফাইভ ফিমেল ফ্রেন্ডস’ রাত ১১টায়। অভিনয়ে মারিয়া নূর, সনিকা, নাবিলা, পিয়া ও শ্রিয়া সর্বজয়া। ভৌতিক ধাঁচের ধারাবাহিক নাটক ‘ডেইলি ফ্রাইট নাইট’ রাত ১২টায়। অভিনয়ে ইরফান সাজ্জাদ, নিবেদিতা বিশ্বাস, মোঃ আব্দুল্রাহ, আয়েশা মারজান, সিয়াম নাসির, লুৎফর রহমান জর্জ, তানভিন সুইটি, মিশু সাব্বির, স্বাগতা, সেলিম শেখ, শ্যামল মাওলা, অদিতি মাহমুদ।
এসএ টিভি : সৌন্দর্য বিষয়ক অনুষ্ঠান ‘শাইন অন’ রাত ৯টা ২০ মিনিটে। উপস্থাপনায় ঈশিকা খান। ধারাবাহিক নাটক ‘আদর্শলিপি’ রাত ৮টা ৪০ মিনিটে। অভিনয়ে মোশাররফ করিম, ফারুক আহমেদ, অপর্ণা ঘোষ, ইন্তেখাব দিনার, মনিরা মিঠু, হুমায়ুন সাধু।

বাংলাদেশ সময় : ০৯৩৮ ঘণ্টা, জুন ১৫, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।