ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

ছেলেরা যখন রাঁধুনী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৬ ঘণ্টা, জুন ১৫, ২০১৫
ছেলেরা যখন রাঁধুনী

রান্নার অনুষ্ঠান। সেখানে তারকারা নিজেদের রন্ধনশৈলী জানান দিতে আসবেন, সেটাই স্বাভাবিক।

কিন্তু এ অনুষ্ঠানটি খানিকটা ব্যতিক্রম। পুরুষ তারকাদের জয়জয়কার এখানে। যিনি হাসিমুখে সারাটাক্ষণ রান্নাঘর সামলানোর দায়িত্ব নিয়েছেন, তিনিও পুরুষ। গোটা আয়োজনে মেয়ে বলতে একজনই- অনুষ্ঠানটির পরিচালক ফারহানা নিশো। তা-ও তিনি থাকছেন ক্যামেরার পেছনে।

অনুষ্ঠানের নাম ‘সবাই যখন রাঁধুনী’। এতে উপস্থাপক হিসেবে দেখা যাবে তাহসানকে। প্রথমবারের মতো রান্নার অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে টিভি পর্দায় আসছেন তিনি। তাহসানের অতিথি হবেন দেশের খ্যাতিমান অভিনেতা, নির্মাতা, শিল্পীরা। তারা নিজেদের প্রিয় খাবার রান্না করে দেখাবেন। এ তালিকায় আছেন হিল্লোল, ইমন, নিরব, আরফিন রুমি, ইমরান, নাঈম, কিশোর প্রমুখ।

‘সবাই যখন রাঁধুনী’র প্রচার শুরু হবে পবিত্র রমজানের প্রথম দিন থেকে। ১৫ মিনিট ব্যাপ্তির অনুষ্ঠানটি ইফতারের আগে পাঁচটি টিভি চ্যানেলে দেখা যাবে।

বাংলাদেশ সময় : ১১২৫ ঘণ্টা, জুন ১৫, ২০১৫
কেবিএন/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।