ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

শান্তির বার্তা নিয়ে নেমে আসা পরী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, জুন ১৫, ২০১৫
শান্তির বার্তা নিয়ে নেমে আসা পরী ‘সাক্ষাৎকার প্রার্থী’ নাটকে কুসুম সিকদার

সে ছিলো স্বর্গলোকে। নেমে এলো বাংলাদেশে।

রঙিন গাউন, চুলে হরেক ফুল গুঁজে সে ঘুরে বেড়াচ্ছে দেশময়। তার একটাই লক্ষ্য- শান্তি বিরাজ করানো। তবে সবখানে এই পরীর সাক্ষাৎ মিলবে না। তাকে দেখা যাবে শুধু টিভি পর্দায়।

কারণ এটা বাস্তব ঘটনা নয়, নাটকের কাহিনী। এতে পরীর বেশে হাজির হয়েছেন কুসুম সিকদার। আর যার মাধ্যমে পরী শান্তি ছড়িয়ে দিতে চাচ্ছেন, তিনি আনিসুর রহমান মিলন। পেশায় লেখক।

সকাল আহমেদের ‘সাক্ষাৎকার প্রার্থী’ নাটকে একসঙ্গে দেখা যাবে তাদেরকে। ১৪ জুন থেকে এর দৃশ্যধারণ শুরু হয়েছে। প্রচার হবে আগামী রোজার ঈদে।

বাংলাদেশ সময় : ১২৩০ ঘণ্টা, জুন ১৫, ২০১৫
কেবিএন/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।