ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

ফের ভাসবে ‘উজান গাঙের নাইয়া’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, জুন ১৫, ২০১৫
ফের ভাসবে ‘উজান গাঙের নাইয়া’ ‘উজান গাঙের নাইয়া’ নাটকে স্পর্শিয়া ও রিয়াজ

গত বছর বিটিভিতে প্রচারিত হয় ‘উজান গাঙের নাইয়া’। এবার তৈরি হয়েছে এর দ্বিতীয় মৌসুম।

তবে ‘উজান গাঙের নাইয়া টু’ দেখা যাবে এটিএন বাংলার পর্দায়। চ্যানেলটিতে আগামী ২৩ জুন থেকে এর প্রচার শুরু হবে।

‘উজান গাঙের নাইয়া’র দ্বিতীয় মৌসুম লিখেছেন রফিকুল ইসলাম পল্টু ও শুভাশিস সিনহা। পরিচালনায় বাশার জর্জিস। এটি প্রযোজনা করেছে বিবিসি মিডিয়া অ্যাকশন বাংলাদেশ।

১৬ জুন সকাল সাড়ে ১১টায় এফডিসির আট নম্বর ফ্লোরে নাটকটির প্রিমিয়ার হবে। এতে অভিনয় করেছেন চম্পা, তারিক আনাম খান, রিয়াজ, শতাব্দী ওয়াদুদ, ফারহানা মিলি, লুৎফর রহমান জর্জ, স্পর্শিয়া, তিতাস জিয়া, আফরোজা বানু, রিকিতা নন্দিনী, ফজলুল হক, পুতুল ও অনেকে।  

এবারের পর্বগুলো সাজানো হয়েছে উপকূলীয় অঞ্চলের মানুষদের ঘিরে। তাই এর দৃশ্যধারণ হয়েছে কক্সবাজারে।

বাংলাদেশ সময় : ২০১৫ ঘণ্টা, জুন ১৫, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।