ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

নির্ঝরের গানে নিথর

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, জুন ১৫, ২০১৫
নির্ঝরের গানে নিথর

স্থপতি ও চলচ্চিত্র নির্মাতা এনামুল করিম নির্ঝরের লেখা ও সুর করা ১০১টি গানের সংকলন ‘এক নির্ঝরের গান’-এর একটি গানের মিউজিক ভিডিওতে মডেল হলেন মূকাভিনয় শিল্পী নিথর মাহবুব। এতে মূকাভিনয়ে তার সহশিল্পী হিসেবে কাজ করেছেন মাইম আর্টের ফয়সাল, টুটুল, সুধাংশু, শুভ ও মুনিয়া।

এটি নির্দেশনা দিয়েছেন সৈয়দ নাবিল আশরাফ। কোরিওগ্রাফি নিথরের।

‘বারে বারে ঘুরেফিরে আয়নাতে মুখ দেখি/বিশ্লেষণে পরখ করে লাগছে কেন সব মেকি/হচ্ছে মনে নিজের কাছে নিজেই অচেনা/বলছো তুমি খুব সহজেই যাচ্ছে আমায় কেনা’- কথার গানটি গেয়েছেন কৌশিক হোসেন তাপস। গত ১২ জুন রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘এক নির্ঝরের গান’-এর প্রকাশনা অনুষ্ঠানে মিউজিক ভিডিওটি প্রদর্শিত হয়। এটি গানবাংলা টিভিতে নিয়মিত প্রচার হবে বলে জানা গেছে।

নিথর মাহবুব বলেন, ‘অন্যান্য মিউজিক ভিডিওর চেয়ে এটি ব্যতিক্রম। মুখ পরিচিতির চেয়ে কাজের পরিচিতিই বেশি উপভোগ করি আমি। তাই এ ধরনের কাজে বরাবরই আগ্রহ থাকে আমার। ’

বাংলাদেশ সময় : ২০৩৮ ঘণ্টা, জুন ১৫, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।