ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

বেরিয়ে আসবে আরও বিজ্ঞাপন নির্মাতা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, জুন ১৫, ২০১৫
বেরিয়ে আসবে আরও বিজ্ঞাপন নির্মাতা

বেশ কয়েক বছর ধরে ‘অ্যাড মেকার’ প্রতিযোগিতার মাধ্যমে মেধাবী তরুণ নির্মাতারা বিজ্ঞাপন নির্মাণে তাদের দক্ষতা প্রমাণের সুযোগের পাশাপাশি বিজ্ঞাপন শিল্পে নতুন ধারা সৃষ্টিতে সক্ষম হয়েছেন। প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে বিজ্ঞাপন নির্মাণের স্বপ্ন বাস্তবায়ন এবং নতুন ক্যারিয়ার হিসাবে এর সম্ভাবনাকে কাজে লাগানোর সুযোগ পাচ্ছেন অনেক তরুণ নির্মাতা।



দেশের বৃহত্তম বিজ্ঞাপন নির্মাণ প্রতিযোগিতার এই আসরের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে ১৬ জুন। রবি কর্পোরেট অফিসে আজ সোমবার (১৫ জুন) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। দেশের ১৫টি বিশ্ববিদ্যালয়ের ১২০টি দলের অংশগ্রহণে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শেষে বিজয়ীদের পুরস্কৃত করা হবে।

নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের ইয়াং এন্টারপ্রেনারস সোসাইটি (ইসেয়) আয়োজিত অ্যাড মেকার ২০১৫-এর প্রধান পৃষ্ঠপোষক রবি আজিয়াটা লিমিটেড। সহেযাগিতা করছে এলিট পেইন্টস।

বংলাদেশ সময় : ২০৫৪ ঘণ্টা, জুন ১৫, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।