ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

প্রতিবন্ধীদের সঙ্গে সুজানার জন্মদিনের কেক

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৮ ঘণ্টা, জুন ১৬, ২০১৫
প্রতিবন্ধীদের সঙ্গে সুজানার জন্মদিনের কেক ছবি : নূর /বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাজানো ড্রয়িংরুম কিংবা কনভেনশন সেন্টার। হরেক রঙের আলোয় আলোকিত।

হাসিখুশি অনেক মুখের ভীড়। প্রচুর উপহার। তারকাদের জন্মদিনের খবর শুনলেই এমন কয়েকটা দৃশ্য চোখে ভাসে।

তবে সুজানার জন্মদিনের চিত্রগুলো এসব থেকে অনেক দূরে। একেবারেই ভিন্ন।

তার জন্মদিন ছিলো ১৫ জুন। জন্মদিনের দুপুরটা তিনি কাটিয়েছেন প্রতিবন্ধীদের সঙ্গে। তাদের নিয়েই কেটেছেন কেক।

‘চেশায়ার হোম’ নামে উত্তরায় প্রতিবন্ধীদের একটি আবাসন আছে। জন্মদিনের দুপুরে সেখানে হাজির হন সুজানা। সঙ্গে কেক, রঙিন বেলুন, খাবার-দাবার।

তাদের সঙ্গে কেক কেটে, গল্প করে সেখানেই সন্ধ্যা পর্যন্ত থাকলেন সুজানা।

তিনি বলছেন, ‘জন্মদিন বলে কথা নয়। সময় পেলেই আমি এখানে আসি। এরা আমাকে দেখলে খুশি হয়, আনন্দ পায়। ওদের আনন্দ আমাকেও আনন্দিত করে। ’

বাংলাদেশ সময় : ০১০১ ঘণ্টা, জুন ১৬, ২০১৫
কেবিএন/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।