ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

ঢাকায় এসেছেন পরিণীতি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, জুন ১৬, ২০১৫
ঢাকায় এসেছেন পরিণীতি পরিণীতি চোপড়া

বলিউডে এই সময়ে যেসব অভিনেত্রী দর্শক মাতাচ্ছেন, তাদের মধ্যে দীপিকা পাড়ুকোন কয়েকদিন আগে ঢাকা ঘুরে গেলেন। এবার এলেন পরিণীতি চোপড়া।

আজ মঙ্গলবার (১৬ জুন) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। এরপর রাজধানীর গুলশানের একটি পাঁচতারা হোটেলে ওঠেন ২৬ বছর বয়সী এই অভিনেত্রী।

সন্ধ্যায় বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের পুষ্পগুচ্ছ-২ মিলনায়তনে ঈদ উপলক্ষে দেশসেরা ডিজাইনারদের পোশাক নিয়ে আয়োজিত ফ্যাশন শোতে শো স্টপার হিসেবে থাকবেন পরিণীতি। তার আগে বিভিন্ন প্রতিষ্ঠানের পোশাক পরে মডেলরা র্যাম্পে হাঁটবেন। অনুষ্ঠানটির আয়োজক প্রতিষ্ঠান গ্রিন অ্যাপল কমিউনিকেশনস।

জানা গেছে, ১৭ জুন সকালে  মুম্বাইয়ে ফেরার উদ্দেশে ঢাকা ছাড়বেন পরিণীতি।

বাংলাদেশ সময় : ১৩৫৬ ঘণ্টা, জুন ১৬, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।