ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

স্টার সিনেপ্লেক্সে জর্জ ক্লুনি!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, জুন ১৬, ২০১৫
স্টার সিনেপ্লেক্সে জর্জ ক্লুনি! ‘টুমরোল্যান্ড’ ছবিতে র‌্যাফি ক্যাসিডি ও জর্জ ক্লুনি

হলিউডের হেভিওয়েট তারকা জর্জ ক্লুনি স্টার সিনেপ্লেক্সে হাজির হচ্ছেন! তবে সশরীরে নয়, তার নতুন ছবি ‘টুমরোল্যান্ড’ এখানে মুক্তি পাবে আগামী ১৯ জুন। ব্রাড বার্ড পরিচালিত কল্পবিজ্ঞানধর্মী অ্যাডভেঞ্চারধর্মী ছবিটি আমেরিকায় মুক্তি পেয়েছে গত ২২ মে।

এখন এটি আছে হলিউড টপচার্টের শীর্ষ দশে। ১৯ কোটি ডলারে বানানো ২ ঘণ্টা ১০ মিনিট ব্যাপ্তির ‘টুমরোল্যান্ড’ আয় করেছে ১৭ কোটি ৭২ লাখ মার্কিন ডলার।

ছবিটিতে ক্লুনি অভিনয় করেছেন ফ্রাঙ্ক ওয়াকার চরিত্রে। শুরুতে তিনি ১৯৬৪ সালের সময়কার নিজের শৈশবের গল্প বলেন। ছোটবেলার ডেভিড নিক্স নামের এক ভদ্রলোকের সঙ্গে তার পরিচয় হয়। কিন্তু ফ্রাঙ্কের চেয়ে অ্যাথেনা নামের একটি মেয়ে বেশি নজর কাড়ে ডেভিডের। এভাবেই এগিয়ে যায় গল্প। এতে আরও আছেন হিউ লরি, র‌্যাফি ক্যাসিডি, ব্রিট রবার্টসন, থমাস রবিনসন, জুডি গ্রিয়ার, টিম ম্যাকগ্র প্রমুখ।

বাংলাদেশ সময় : ১৩৫৬ ঘণ্টা, জুন ১৬, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।