ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

ইউটিউবে মাহির রেকর্ড

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, জুন ১৬, ২০১৫
ইউটিউবে মাহির রেকর্ড মাহিয়া মাহি

মাহিয়া মাহির নতুন ছবি ‘অগ্নি টু’ মুক্তি পাবে আগামী ঈদে। তার আগে গত ৪ জুন ইউটিউবে উন্মুক্ত হয় এর গান ‘ম্যাজিক মামনি’র ভিডিও।

প্রথম ছয় দিনে এটি দেখা হয়েছে ৪ লাখ ৬১ হাজার ৪৮০ বার। বাংলাদেশের কোনো নাটক, চলচ্চিত্র, গানের এমন রেকর্ড আর নেই।

প্রকাশের প্রথম দিন থেকেই গানটি নিয়ে সোরগোল পড়ে যায়। সর্বশেষ এই প্রতিবেদন লেখা পর্যন্ত, ‘ম্যাজিক মামনি’ দেখার সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ১৫ হাজার ১২৪। এতে কণ্ঠ দিয়েছেন নেহা কাক্কার। এর কথা লিখেছেন কলকাতার গীতিকার ঋদ্ধি, সংগীত পরিচালনায় স্যাভি।

গানটি অভাবনীয় সাড়া পাওয়ায় উচ্ছ্বসিত মাহি। তিনি বলেন, ‘আমি অভিভূত। একটা গান এতোটা সাড়া পাবে ভাবিনি। এজন্য দর্শক এবং ভক্তদের ধন্যবাদ জানাচ্ছি। ’

জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজ প্রযোজিত এবং ইফতেখার চৌধুরী ও ভারতের হিমাংশু পরিচালিত ‘অগ্নি-টু’ হলো গত বছর মুক্তি পাওয়া ‘অগ্নি’র দ্বিতীয় কিস্তি। এতে মাহির পাশাপাশি অভিনয় করেছেন কলকাতার ওম, বলিউডের আশীষ বিদ্যার্থী প্রমুখ।

জানা গেছে, আগামী ২০ জুন ছবিটি সেন্সর বোর্ডে জমা দেওয়া হবে। আসন্ন রোজার ঈদের দিন দুই বাংলায় মুক্তি পাবে ‘অগ্নি টু’।

* ‘ম্যাজিক মামনি’ গানের ভিডিও :


বাংলাদেশ সময় : ১৬৫৭ ঘণ্টা, জুন ১৬, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।