ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

পিৎজা বিক্রি করছেন জুহি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, জুন ১৬, ২০১৫
পিৎজা বিক্রি করছেন জুহি জুহি চাওলা

অভিনয়, গান, মাতৃত্ব, ব্যবসা- সব সমানতালে সামলান জুহি চাওলা। এবার রেস্তোরাঁ ব্যবসায় নামলেন তিনি।

নাম ‘পিৎজা মেট্রো পিৎজা’। টাউনের কেম্পস কর্নারে স্বামী (জয় মেহতা) ও কয়েকজন অংশীদারের সঙ্গে মিলে এটি খুলেছেন ৪৭ বছর বয়সী এই অভিনেত্রী।

জুহি মূলত নিরামিষভোজী। ইতালিয়ান ও থাই খাবার তার ভালো লাগে। তবে তিনি অতো ভোজনরসিক নন। তবে আইপিএলে দল কেনা ও চলচ্চিত্র প্রযোজনার মতো নতুন নতুন ব্যবসা বেশ উপভোগ করেন তিনি। তাই এবার এলেন খাবার-দাবারের ব্যবসায়।

‘পিৎজা মেট্রো পিৎজা’ প্রসঙ্গে জুহি বলেন, ‘ইদানীং এই রেস্তোরাঁটা আমার প্রিয় হয়ে উঠেছে। আমাদের দোকানে সেরা ইতালিয়ান খাবার পাওয়া যাবে, বিশেষ করে পিৎজা। ’ সঙ্গে যোগ করে বলেছেন, ‘ব্যস্ততার কারণে দোকানে খুব একটা সময় দিতে পারছি না। তবে আমার আশা, রেস্তোরাঁটি ভালো চলবে। এখানকার খাবারের মান চমৎকার। সবার মুখে মুখে থাকবে এর নাম। ’

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, জুন ১৬, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।