ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

প্রিয়াঙ্কার ‘কুয়ান্টিকো’ সেপ্টেম্বরে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, জুন ১৬, ২০১৫
প্রিয়াঙ্কার ‘কুয়ান্টিকো’ সেপ্টেম্বরে

প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত আমেরিকান টিভি সিরিজ ‘কুয়ান্টিকো’ দেখার প্রতীক্ষা শেষ হচ্ছে। যদিও শোনা যাচ্ছিলো, আগামী শীত মৌসুমে এটি দেখা যাবে।

তবে আশার খবর হলো, আগামী ২৭ সেপ্টেম্বর এর প্রিমিয়ার হবে এবিসি নেটওয়ার্কে। সপ্তাহের প্রতি রোববার প্রাইম টাইম বরাদ্দ করা হয়েছে ‘কুয়ান্টিকো’র জন্য।

টুইটারে থ্রিলারধর্মী সিরিজটির অনুমোদিত পেজে প্রিমিয়ারের দিনক্ষণ জানানো হয়েছে। এর বেশিরভাগ দৃশ্যের কাজ হয়ে গেছে। বাকি কাজ করতে আগামী আগস্টে ফের আমেরিকায় যাবেন প্রিয়াঙ্কা। এতে তাকে দেখা যাবে অ্যালেক্স পারিশ চরিত্রে। ভার্জিনিয়ার কুয়ান্টিকোতে এফবআই একাডেমিতে ডাক পায় মেয়েটি। গল্পটা এফবিআইয়ের একদল তরুণ সদস্যকে ঘিরে। তবে নাটকীয়তা সৃষ্টি হয় অ্যালেক্সকে কেন্দ্র করে।

‘কুয়ান্টিকো’ পরিচালনা করেছেন মার্ক মানডেন। এতে আরও আছেন জেক ম্যাকলাফলিন, ইয়াসমিন আল মাসরি, জোয়ান্না ব্রাডি, টেট ইলিংটন, গ্রাহাম রজার্স প্রমুখ। গত ১২ মে সিরিজের ট্রেলার ছাড়া হয় ইউটিউবে।

* ‘কুয়ান্টিকো’র ট্রেলার :


বাংলাদেশ সময় : ১৮০৮ ঘণ্টা, জুন ১৬, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।