ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

‘ধুম ফোর’ ছবির ভিলেন কোন রণবীর?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০০ ঘণ্টা, জুন ১৭, ২০১৫
‘ধুম ফোর’ ছবির ভিলেন কোন রণবীর? রণবীর সিং ও রণবীর কাপুর

রণবীর কাপুর অথবা রণবীর সিং, বলিউডের এ দুই তারকার মধ্যে একজন হতে যাচ্ছেন ‘ধুম’ সিরিজের চার নম্বর ছবির খলনায়ক। প্রযোজক আদিত্য চোপড়া যে কোনো এক রণবীরকে বেছে নেওয়ার পরিকল্পনা করেছেন।



আমির খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত ‘ধুম থ্রি’ অভাবনীয় ব্যবসায়িক সাফল্য পেয়েছে। এরপর থেকে ‘ধুম ফোর’-এর জন্য ভক্তদের মধ্যে প্রতীক্ষা চলছে। রণবীরদ্বয়ের কাজ করার সম্ভাবনার খবর চাউর হতেই সবার কৌতূহল বেড়ে গেছে।

প্রথম ‘ধুম’ ছবির ভিলেন ছিলেন জন অ্যাব্রাহাম। পরেরটার খলনায়ক হন হৃতিক রোশন। তিনি চতুর্থ কিস্তিতে ফের কাজ করবেন বলে কয়েকদিন ধরে গুঞ্জন চলছিলো। তবে ‘ধুম থ্রি’র পরিচালক বিজয়কৃষ্ণ আচার্য এটাকে স্রেফ গুজব বলে উড়িয়ে দিয়েছেন। তার সাফ কথা, এই সিরিজের কোনো খলনায়ককে যশরাজ ফিল্মস দু’বার নেওয়ার কথা ভাবেনি, ভাববেও না।

বাংলাদেশ সময় : ০৯৩৯ ঘণ্টা, জুন ১৭, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।