ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

‘জঘন্য, অগোছালো, পরিকল্পনাহীন’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, জুন ১৭, ২০১৫
‘জঘন্য, অগোছালো, পরিকল্পনাহীন’ ছবি: নূর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাতটার অনুষ্ঠান শুরু হতে হতে প্রায় ন’টা। এ তো খুবই সাধারণ ব্যাপার আজকাল।

কিন্তু ব্যাপারটা যদি এমন হয়, যাকে ঘিরে পুরো আয়োজন সে বসে আছে ভেতরে। আর বাইরে তুমুল হট্টগোল, চিৎকার, লাঠিপেটা। তবে সেটাকে ‘অপেশাদার’-এর চেয়েও বেশি কিছু বলতে হয়।

এমনটাই হয়েছে গত ১৬ জুন। বসুন্ধরা কনভেনশন সিটিতে গ্রিন অ্যাপেল কমিউনিকেশন আয়োজন করেছিলো ঈদ উপলক্ষে ‘প্যাশন ফর ফ্যাশন’। এ মঞ্চে বলিউড থেকে উড়ে এসে পরিণীতি চোপড়া হাঁটবেন, এমন ঘোষণা অনেক আগেই দিয়ে রেখেছিলো আয়োজক প্রতিষ্ঠান।

পরিণীতি এসেছিলেন। খুঁড়িয়ে খুঁড়িয়ে আয়োজনটা চলছিলোও। কিন্তু শেষটা ভালো তো হলোই না, উল্টো তা পরিণত হলো কুৎসিত আয়োজনে। পরিণীতির সামনেই সাংবাদিকদের ওপর নেমে আসলো আয়োজকদের লাঠি। কয়েকজন আহত হলেন, ক্যামেরা ক্ষতিগ্রস্ত হলো, ক্ষোভ জড়ো হলো পুরো হলরুম জুড়ে। এতে বিদেশি অতিথির সামনে দেশের ভাবমূর্তি তো ক্ষুণ্ন হলোই, প্রকাশ পেলো আয়োজকদের অনুষ্ঠান সামলানোর ব্যর্থতাও। এতোকিছুর পরও গ্রিন অ্যাপেল কমিউনিকেশনের ভূমিকা বলতে গেলে নির্বাক। তারা শুধু ‘দুঃখিত’ বলেই ক্ষান্ত।

তবে ঘটনার সূত্রপাত আরও আগে। সাংবাদিকদের জানানো হয়েছিলো, ওইদিন বিকেল ৩টায় হোটেল ওয়েস্টিনে সংবাদ সম্মেলনে পরিণীতি হাজির হবেন। কিন্তু নির্ধারিত সময়ের কিছুক্ষণ আগে জানানো হলো, সংবাদ সম্মেলন হবে না। বিকেলে অনুষ্ঠানস্থলেই সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন পরিণীতি। বিকেল গড়িয়ে সন্ধ্যা। শেষ পর্যন্ত সংবাদ সম্মেলনটা হলোই না। আয়োজক প্রতিষ্ঠানটিও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারলেন না।

শুধু এটাই নয়। শুরু থেকে শেষ পর্যন্ত এ রকম অসংখ্যবার পরস্পরবিরোধী সিদ্ধান্ত বেরিয়ে এসেছে আয়োজকদের পক্ষ থেকে। সব মিলিয়ে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা সৃষ্টির পেছনে গ্রিন অ্যাপল কমিউনিকেশনের ভূমিকা ন্যাক্কারজনক। সাংবাদিকদের আঘাত করার ঘটনায় তাদেরকে ধিক্কার জানিয়েছেন সুধীসমাজ। এ ছাড়া আগামীতে এই প্রতিষ্ঠানের সব ধরনের কার্যক্রমকে বর্জনের আহ্বান জানিয়েছেন বিনোদন সাংবাদিকরা।

বাংলাদেশ সময় : ১৫৪২ ঘণ্টা, জুন ১৭, ২০১৫
কেবিএন/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।