ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

ঘুষ নিলেন না আমজাদ হোসেন!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, জুন ১৭, ২০১৫
ঘুষ নিলেন না আমজাদ হোসেন! আমজাদ হোসেন/ ছবি: নুর /বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ছাতা হাতে, ব্যাগ কাঁধে, পায়ে হেঁটে, লোকাল বাসে ভিড় ঠেলে মোরশেদ সাহেব প্রতিদিন অফিসে যান। মধ্যবিত্ত সংসার।

ঘরে মেয়ে বড় হচ্ছে। সামনে ঈদ। মেয়েটার বাড়তি কোনো দাবি নেই। শুধু একটা মোবাইল।

স্ত্রী অনুরোধ করে, ‘মেয়েটা তো কখনও কিছু চায় না, চায়?’ মোরশেদ সাহেব মুখে কিছু বলেন না। কিন্তু বাসে যেতে যেতে তরুণীর দামি মোবাইলের পর্দায় আটকে যায় তার চোখ। অফিসে টেবিলের ওপর ফাইল আসে। একটা সই দিয়ে দিলেই এক বান্ডিল টাকা! মোরশেদ সাহেব বান্ডিলটা নেড়েচেড়ে দেখেন। সই করার জন্য কলমটা তুলেও নেন। কিন্তু শেষ মুহূর্তে ছুঁড়ে দেন বান্ডিল। মাথা নেড়ে জানান, ‘না, না’।

এমনই সৎ চরিত্রের মোরশেদ সাহেবের ভূমিকায় দেখা যাচ্ছে আমজাদ হোসেনকে। রবি ‘সততা’ শিরোনামের একটি বিজ্ঞাপনচিত্রে সৎ থাকার বার্তা নিয়ে হাজির হচ্ছেন তিনি। অ্যাডকম লিমিটেডের ব্যানারে এটি নির্মাণ করেছেন পিপলু আর খান। এতে আমজাদ হোসেনের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন শিল্পী সরকার অপু।

বাংলাদেশ সময় : ১৭২৬ ঘণ্টা, জুন ১৭, ২০১৫
কেবিএন/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।