ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

শহীদের বিয়ের খবর আগেই জানতেন কারিনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, জুন ১৭, ২০১৫
শহীদের বিয়ের খবর আগেই জানতেন কারিনা

বিনোদন আঙিনায় যেকোনও কিছু হতে পারে। এখানে বন্ধু হয়ে যায় শত্রু।

আবার শত্রুদেরকেও গলাগলি করে চলতে দেখা যায়। এটা সত্যিকার অর্থেই অনিশ্চয়তা থাকে পদে পদে। নতুন হতবাক করা আরেকটি খবর বেরিয়ে এলো।

সবাই কমবেশি জানে দিল্লির মেয়ে মীরা রাজপুতের সঙ্গে শিগগিরই সাতপাকে বাঁধা পড়বেন শহীদ কাপুর। তবে অজানা খবর হলো, বিয়ের কথা সংবাদমাধ্যমে আসার আগে প্রাক্তন প্রেমিকা কারিনা কাপুর খানকে জানিয়েছিলেন বলিউডের এই অভিনেতা।

কারিনা জানান, সম্প্রতি একটি অনুষ্ঠানে শহীদের সঙ্গে তার সাক্ষাৎ হয়। ওইদিনই মীরার সঙ্গে বিয়ের বন্ধনে জড়াতে চাওয়ার কথা জানান শহীদ। ৩৪ বছর বয়সী এই অভিনেত্রী তার সুখী সংসারের জন্য শুভকামনা জানিয়েছেন।

কারিনা এখন ব্যস্ত তার নতুন ছবি ‘বজরঙ্গী ভাইজান’ নিয়ে। এতে তার সহশিল্পী সালমান খান। এটি মুক্তি পাবে আসন্ন রোজার ঈদে।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, জুন ১৭, ২০১৫
বিএসকে/জেএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।