ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

শুরু হলো ‘বিবিসি প্রবাহ’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, জুন ১৭, ২০১৫
শুরু হলো ‘বিবিসি প্রবাহ’

সমসাময়িক ঘটনাবলী নিয়ে বিবিসি বাংলার নতুন সাপ্তাহিক অনুষ্ঠান ‘বিবিসি প্রবাহ’ শুরু হলো চ্যানেল আইতে গত ১১ জুন থেকে। অনুষ্ঠানটি সরাসরি দেখানো হচ্ছে প্রতি বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায়।

 

বাংলাদেশের মানুষের জন্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অনুসন্ধানী ও বিশ্লেষণমূলক সংবাদ,সাক্ষাৎকার ও বিতর্ক থাকছে এতে। প্রতি পর্বের ব্যাপ্তি ২৫ মিনিট। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিবিসির সংবাদদাতা ও সাংবাদিকদের পাঠানো আন্তর্জাতিক সংবাদ ও অর্থনৈতিক খবরাখবর তুলে ধরা হচ্ছে অনুষ্ঠানটিতে।

অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন বিবিসি বাংলার সাংবাদিক শারমিন রমা। তিনি বলছেন, ‘নতুন এবং গতিময় এই সংবাদভিত্তিক অনুষ্ঠান উপস্থাপনা করতে পেরে আমি আনন্দিত। বাংলাদেশ ও অন্যান্য দেশের মানুষের কাছে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে যারা ওয়াকিবহাল থাকতে চান, আশা করি এই অনুষ্ঠান তাদের জন্য অপরিহার্য হয়ে উঠবে। ’

‘বিবিসি প্রবাহ’তে আরও রয়েছে স্টুডিওতে নেওয়া সরাসরি সাক্ষাৎকার। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক এবং টুইটারে বিবিসি বাংলার অ্যাকাউন্টের মাধ্যমে সরাসরি অংশগ্রহণেরও সুযোগ থাকছে অনুষ্ঠানে। ‘বিবিসি প্রবাহ’ প্রযোজনা করছেন বিবিসি বাংলার মনোয়ার দর্পণ।

বিবিসি বাংলার সম্পাদক সাবির মুস্তাফা বলেছেন, ‘রেডিও, ডিজিটাল এবং মোবাইলের মতো টেলিভিশনেও বিবিসির উপস্থিতি বাংলাদেশের শ্রোতাদর্শকদের প্রতি বিবিসির দায়বদ্ধতারই প্রতিফলন। ’

অনুষ্ঠানটি নিয়ে চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন, ‘বাংলাদেশের গণমাধ্যমে এটি এক ঐতিহাসিক অর্জন। চ্যানেল আই বিবিসির দীর্ঘদিনের বিশ্বস্ত সহযোগী। বাংলাদেশ সংলাপ সম্প্রচারের মধ্য দিয়ে এই অগ্রযাত্রার সূচনা। আমি বিশ্বাস করি, এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে। ’

বাংলাদেশ সময় : ১৮৫২ ঘণ্টা, জুন ১৭, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।