ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

অমিতাভ-অভিষেকের বিরুদ্ধে মামলা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৬ ঘণ্টা, জুন ১৮, ২০১৫
অমিতাভ-অভিষেকের বিরুদ্ধে মামলা অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চন

ভারতের জাতীয় পতাকাকে অসম্মান করায় মামলা দায়ের করা হয়েছে অমিতাভ বচ্চন এবং তার ছেলে অভিষেক বচ্চনের বিরুদ্ধে। চেতান ধীমান নামের এক ব্যক্তি গাজিয়াবাদ আদালতে মামলাটি দায়ের করেছেন।



ঘটনাটি ঘটেছে অ্যাডিলেড বিশ্বকাপ ক্রিকেটের ভারত-পাকিস্তানের ম্যাচ চলার সময়।  

ঘটনাটি সম্পর্কে ধীমান আইনজীবী সঞ্জীব শর্মা জানান, তার মক্কেল এবং তার পাঁচ বন্ধু মিলে খেলা দেখতে গিয়েছিলেন এবং সে সময় বিগ বি এবং তার ছেলে অশালীনভাবে গায়ে জাতীয় পতাকাটি জড়িয়ে রেখেছিলেন।

আর এ কারণে তাদের বিরুদ্ধে ১৯৭১ সালের ‘প্রিভেনশন অফ ইনসাল্ট টু ন্যাশনাল অনর অ্যাক্ট’ এবং ২০০২ সালের ‘ফ্ল্যাগ কোড অফ ইন্ডিয়া’ ধারায় মামলা রুজু করা হয়েছে। এমনকি দু’জনকে আদালতের সামনে হাজির হতে হবে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, জুন ১৮, ২০১৫
বিএসকে/একেএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।