ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

বানান ভুল করলেন কিম

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, জুন ১৮, ২০১৫
বানান ভুল করলেন কিম কিম কারদাশিয়ান

লিখতে গেলে বানান কম বেশি সবারই ভুল হয়। তাতে কিছু যায় আসে না।

কিন্তু কোনোও তারকা যদি বানান ভুল করে, তাও আবার বিখ্যাত কোনও ফ্যাশন ডিজাইনারের! তাহলে তো কথাই নেই। এমনটাই করলেন মার্কিন রিয়েলিটি টিভি তারকা কিম কারদাশিয়ান।  

মার্কিন এই টিভি তারকা তার টুইটারে লিখেছিলেন, ‘জিওর্জিও আর্মানি আমার লিক্যুইড ফাউন্ডেশনটা তৈরী করা বন্ধ করে দিলেন? আর মাত্র একটা বোতল আছে আমার কাছে। দয়া করে আবার তৈরী করুন না!’ এখানেই জিওর্জিও আর্মানির নামের বানাটি ভুল লিখেছিলেন কিম।    

কিমের টুইট করার কিছুক্ষণ পরেই আর্মানির অফিস থেকে তার টুইটের উত্তর দেওয়া হয়। সেখানে লেখা হয়, ‘প্রিয় কিম। কোন ব্র্যান্ড আপনার দরকার আমরা তা পাঠিয়ে দিবো। ’ আর তারই সঙ্গে লিখে পাঠায় জিওর্জিও আর্মানির নামের সঠিক বানানটিও।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, জুন ১৮, ২০১৫
বিএসকে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।